দেশ

ঋণ শোধের তাগাদা, বিহারে আত্মহত্যার চেষ্টা পরিবারের

পাটনা: টানাটানির সংসারে ঋণের বোঝা দিন দিন বাড়ছিল বিহারের কানহাইয়া মাহাতর। সেই চাপই আর সহ্য করতে পারল না গোটা পরিবার। শনিবার কাকভোরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চারজনের। কানহাইয়া মারা গিয়েছেন। আর বাকি তিনজনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার মধ্যে রয়েছে কানহাইয়ার স্ত্রী গীতা এবং দুই মেয়ে। পুলিস জানিয়েছে, ছোট ছেলে রাকেশের মুখে বিষের ট্যাবলেট দেওয়ার পর সে ফেলে দিয়েছিল। সে কারণেই তার কিছু হয়নি। বিহারের বাঙ্কা জেলার এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন কানহাইয়ার বোনের কাছে তাঁর বাড়ি থেকেই ফোন যায়। তড়িঘড়ি তিনি ভাইয়ের বাড়িতে এসে ঘটনার খবর পান। অসুস্থ চারজনকে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছনোর আগেই মারা যান কানহাইয়া। হসপাতালের বেডে শুয়ে তাঁর ১৬ বছরের মেয়ে সবিতা জানান, মা-বাবা বলেছিল যে আমরা সকলেই বিষ খাব। রাত ২টো নাগাদ বাবা আমাদের একটি ট্যাবলেট দেয়। সেটি খাওয়ার পরই আমাদের শরীর খারাপ হতে শুরু করে। চিকিৎসকরা জানিয়েছেন, কানহাইয়া সকলকে সালফাস ট্যাবলেট দিয়েছিলেন। সাধারণত পেস্টিসাইড হিসেবে ব্যবহৃত হয় সালফাস। পুলিস জানিয়েছে, পেশায় অটোচালক কানহাইয়া বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। তা মেটাতে না পারায় লাগাতার তাঁর বাড়িতে রিকভারি এজেন্টরা হানা দিচ্ছিলেন। সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরেই পরিবার সমেত কানহাইয়া আত্মহত্যার সিদ্ধান্ত নেন।    
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা