দেশ

ঝাঁসির হাসপাতালে আগুন, মৃত ১০ সদ্যোজাত

ঝাঁসি ও লখনউ: যোগীরাজ্যে বেআব্রু স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল চিত্র। উত্তরপ্রদেশের ঝাঁসির একটি সরকারি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন সদ্যোজাতের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ১৬ নবজাতক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের সদ্যোজাতদের বিভাগে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা নিশ্চিত নয়। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, অক্সিজেন কনসেনট্রেটরে শর্ট সার্কিটের ফলেই আগুন ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন সন্তানহারা পরিবারের সদস্যরা। তাদের দাবি, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের সময় শিশুদের উদ্ধারের ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফে যথাযথ সাহায্য মেলেনি। শনিবার সকালেও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সদ্যোজাতদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘হৃদয় বিদারক’ এই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ ও গুরুতর আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মোদি। অন্যদিকে, যোগীও নিহত ও জখমদের পরিবারকে যথাক্রমে ৫ লক্ষ ও ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। ঝাঁসির ডিভিশনাল কমিশনার ও ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
জানা গিয়েছে, ঝাঁসির ওই হাসপাতালে  সদ্যোজাতদের বিভাগে (নিকু) ১৮টি বেড ছিল। কিন্তু, দুর্ঘটনার সময়ে সেখানে প্রায় তিনগুণ অর্থাৎ ৫৪ জন নবজাতককে রেখেছিল কর্তৃপক্ষ। অভিশপ্ত নিকুতে ঠিক কতজন শিশু ছিল, তা নিয়ে আধিকারিক মহলেই মতান্তর দেখা দিয়েছে। কানপুরের এডিজি অলোক সিং জানিয়েছেন, ওই ওয়ার্ডে ৪৭ জনকে ভর্তি রাখা হয়েছিল। ঝাঁসির সিনিয়র পুলিস সুপার সুধা সিং জানিয়েছিলেন, ওই ওয়ার্ডে ভর্তি ছিল ৫২-৫৪ জন শিশু। 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ওই হাসপাতালে যান রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। তাঁর আসার খবর পেয়েই সাজো সাজো রব পড়ে যায়।  একদিকে যখন সন্তানহারা পরিবার-পরিজনরা আতঙ্কিত, নবজাতকের খোঁজ করছেন, সেইসময় উপ মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করতে তৎপর হয়ে ওঠেন আধিকারিকরা। তাঁদের এই আচরণ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, এমনিতে হাসপাতালের যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে। কিন্তু, উপ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর আসার খবর পেতেই হাসপাতালে চত্বর পরিষ্কার করে চুন ছড়িয়ে দেওয়া হয়। হতাহতদের পরিবার-পরিজনকে তাঁর কাছে ঘেষতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এসংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে যোগী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। যোগীকে তাঁর পরামর্শ, অবিলম্বে ভোট প্রচার ছেড়ে রাজ্যের হাসপাতালগুলিতে নজর দিন। হাতশিবিরও গোটা ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছে। দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির 
দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা