কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় কার শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি।প্রতিকার: ... বিশদ
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব আইনটিকে ‘ড্র্যাকোনিয়ান’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, উল্লিখিত আইনটি এখন শুধুমাত্র বিরোধীদের কণ্ঠরোধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। অবিলম্বে এর সংশোধন হওয়া জরুরি। সিপিএমের অভিযোগ, আইনের ১২৪এ ধারাকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাঁকে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অভিযোগে ফাঁসানো হচ্ছে। মোদি বিরোধিতা করলেই বলে দেওয়া হচ্ছে, প্রতিবাদী একজন দেশবিরোধী। সিপিএম অভিযোগ করে বলেছে, এর আগেও প্রতিহিংসাপরায়ণ বিজেপি এই আইনকে হাতিয়ার করে অনেককেই দোষী সাব্যস্ত করেছে। দলীয় সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই এই ইস্যুতে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এসইউসিআইয়ের মতো অন্য বামপন্থী দলগুলির সঙ্গে একযোগে বিক্ষোভ-অবস্থান কর্মসূচিতে নামতে পারে সিপিএম।