উত্তরবঙ্গ

পুকুর পাহারা দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু প্যারা মেডিক্যাল পড়ুয়ার

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর:  রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে ডুবে মৃত্যু হল বছর বাইশের প্যারা মেডিক্যাল ছাত্রের। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুরের বালুভোরট গ্রামের এই মর্মান্তিক ঘটনায় শোরগোল পড়েছে। মৃতের নাম মুজাহিদ আলম। 
বাড়ি থেকে এক কিমি দূরে বরুই গ্রাম পঞ্চায়েতের নন্দীবাটি এলাকায় পুকুর লিজে নিয়ে মাছ চাষ করছেন মুজাহিদের বাবা মহম্মদ হানিফ। শুক্রবার রাত সাতটা নাগাদ মুজাহিদ সেই পুকুর পাহারা দিতে যান। পুকুরের জলে নেমে পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। শনিবার সকালে ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় হানিফ পুকুরে যান। গিয়ে দেখতে পান, ছেলের দেহ পুকুরে ভাসছে। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকেরা। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। প্রথমদিকে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতে বাধা দেয় মৃতের পরিবার। পরে পরিবারটিকে বুঝিয়ে পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠায়। পরিবারের একমাত্র ছেলে মুজাহিদ কলকাতার নিউটাউনে এক বেসরকারি কলেজে প্যারা মেডিক্যাল নিয়ে পড়াশোনার পাশাপাশি অনলাইনে নিটের কোচিং নিচ্ছিলেন।
একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মহম্মদ হানিফ। এদিন কাঁদতে কাঁদতে হানিফ বলেন, ছেলের বাইক ও জুতো পুকুর পাড়ে রাখা ছিল।
মৃতের পরিবারের অনুমান, পুকুরের পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই মৃত্যু। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত্ সরকার জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা