উত্তরবঙ্গ

দাবি নিয়ে রাস্তায় কামতাপুর সংগ্রামী সমাজ, গুমাটিহাটে পথ অবরোধ

সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা-২ ব্লকের লতাপোঁতা গ্রাম পঞ্চায়েতের গুমানিহাটে পথ অবরোধ করে কামতাপুর সংগ্রামী সমাজ নামে একটি সংগঠন। অবরোধকে ঘিরে এদিন সকাল থেকে বিশাল পুলিস বাহিনী এলাকায় ছিল। অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিস। সেই সময় পুলিস ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে ৪৯ জন আন্দোলনকারীকে আটক করে ঘোকসাডাঙা থানার পুলিস। যদিও আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, এদিন অগণতান্ত্রিকভাবে তাদের কর্মী সমর্থকদের টানাহ্যাঁচড়া করেছে পুলিস। দাবি পূরণ না হলে তাঁরা আবারও আন্দোলন শুরু করবে। 
এদিন মূলত দু’টি দাবিতে আন্দোলন শুরু করে কামতাপুর সংগ্রামী সমাজ। তাদের দাবি, বিগত বাম আমলে কামতাপুর আন্দোলনে নির্যাতিত পরিবারগুলির একজনকে চাকরি এবং প্রাথমিক থেকে দ্বদাশ শ্রেণি পর্যন্ত কাতাপুরী ভাষায় শিক্ষাদান চালু করতে হবে। এই দু’টি দাবিকে সামনে রেখেই এদিন পথে নামে সংগঠনটি। 
সংগঠনের তরফে কংসরাজ বর্মন বলেন, বিগত বাম আমলে প্রচুর সাধারণ মানুষ বিনা কারণে জেল খেটেছেন। একাধিক মামলা দিয়ে তাঁদের রাজনৈতিক, অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে । কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানদের যেভাবে পুনর্বাসন দিয়েছে সরকার, আমরা সেইভাবে পুনর্বাসন দেওয়ার দাবি জানিয়েছি। এরআগে লিখিতভাবে সেই দাবি প্রশাসনকে জানানো হয়েছে। একইসঙ্গে শুধু স্বীকৃতি দিলেই হবে না, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কামতাপুরী ভাষাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা ও শিক্ষক নিয়োগ করার দাবিও জানিয়েছি আমরা। এদিন পথে নামতেই পুলিস জোর করে আমাদের কর্মীদের তুলে নিয়ে যায়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত  আন্দোলন চলবে। সংগঠনের নেতৃত্বর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। 
মাথাভাঙা মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, লতাপোঁতার গুমানিহাটে রাস্তা অবরোধ করেছিল একটি সংগঠন। তাঁদের তুলে দেওয়া হয়। কয়েকজনকে আটক করা হয়েছে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা