উত্তরবঙ্গ

জাতীয় সড়কের ধারে মুণ্ড ও ধড়, প্রৌঢ়ের মৃত্যু নিয়ে রহস্য 

সংবাদদাতা, মালদহ ও পুরাতন মালদহ: কালীপুজোর পরের দিন সকালে মুণ্ডু বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হল গাজোল থানা এলাকায়। দেওতলা অঞ্চলের হিয়াকোর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি ঝোপের কাছ থেকে অজ্ঞাতপরিচয় ওই প্রৌঢ়ের ধড় উদ্ধার হয়। ধড় থেকে বিচ্ছিন্ন মুণ্ডটির সন্ধান মেলে ৫০ মিটার দূরে। মৃতদেহের হাতে ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। কালীপুজোর ঠিক পরের দিন সকালে এই দেহ উদ্ধারকে ঘিরে ‘নরবলি’ তত্ত্বও নিয়েও ‘ফিসফাস’ শুরু হয়েছে। তবে প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কেউই।
ঘটনাস্থল থেকে দেড় কিমি দূরে এদিন সকালে দেখা গিয়েছে একটি দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়ি। সেটি স্থানীয় এক কংগ্রেস নেত্রীর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দেহ ও গাড়ি দুর্ঘটনার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পাশাপাশি জেলা পুলিসের পদস্থ আধিকারিকরাও। 
এদিন সকালে স্থানীয়রা প্রথমে মুণ্ডহীন দেহটি দেখতে পান। পরে সন্ধান মেলে মুণ্ডটিরও। খবর পেয়ে এলাকায় পৌঁছয় গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। পুলিস জানিয়েছে, মৃতদেহের পরনে ছিল স্রেফ একটি বারমুডা। বাঁ হাতে ও দুই পায়ে রয়েছে বড় ক্ষতচিহ্ন। স্থানীয় বাসিন্দারা কেউই ওই দেহটিকে শনাক্ত করতে পারেননি। 
স্থানীয়দের একাংশ বলেন, কালীপুজোর পরের দিনই একজনের ধড় ও  মুণ্ড পৃথকভাবে উদ্ধারের ঘটনায় কেউ কেউ মনে করছেন নরবলির মতো নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে। তবে অধিকাংশ বাসিন্দাদেরই বক্তব্য, মৃত্যুর কারণ যাই হোক না কেন, পুরো বিষয়টি গভীর রহস্যে মোড়া। এদিন ঘটনাস্থলে যান জেলার ডিএসপি (ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং) রবিন থাপা। তিনি বলেন, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তাতেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।
মৃতদেহ উদ্ধারের স্থল থেকে দেড় কিমি দূরে যে গাড়িটি উদ্ধার হয়েছে, সেটির মালিক কংগ্রেস নেত্রী শেফালি সরকার। এমনটাই জানা গিয়েছে পুলিস সূত্রে। শেফালির বক্তব্য, গাড়িটি বৃহস্পতিবার রাতে চালক ফারুখের হেফাজতে ছিল। দুর্ঘটনার কারণ সেই স্পষ্ট বলতে পারবে। তবে দেহ উদ্ধারের সঙ্গে তাঁর গাড়ি দুর্ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই দাবি ওই কংগ্রেস নেত্রীর। অন্যদিকে চালকের বক্তব্য, গাড়িটির চাবি তিনি মালকিনের ছেলেকে দিয়ে দিয়েছিলেন অনেক রাতের দিকে। পরে জানতে পারেন গাড়িটি দুর্ঘটনায় পড়েছে। গাড়িটির সামনের কাচে গোলাকার ভেঙে যাওয়ার চিহ্ন রয়েছে। গাড়ির মধ্যে দুইটি মদের বোতলও উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু গাড়িটির ধাক্কায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। গাড়িটিকে প্রাথমিকভাবে গাজোল থানায় রাখা হয়েছে। মৃতের নাম ঠিকানা জানতেও উঠেপড়ে লেগেছে পুলিস।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা