বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মাথার দাম ছিল ৪৫ লক্ষ, এনকাউন্টারে খতম দান্তেওয়াড়ার ‘ত্রাস’রেণুকা

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। আজ, সোমবার দান্তেওয়াড়ায় এনকাউন্টারে মৃত্যু হল শীর্ষস্থানীয় এক মাওবাদী নেত্রীর।

মাথার দাম ছিল ৪৫ লক্ষ, এনকাউন্টারে খতম দান্তেওয়াড়ার ‘ত্রাস’রেণুকা

রায়পুর, ৩১ মার্চ: ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। আজ, সোমবার দান্তেওয়াড়ায় এনকাউন্টারে মৃত্যু হল শীর্ষস্থানীয় এক মাওবাদী নেত্রীর। তাঁকে দীর্ঘদিন থেকেই হন্যে হয়ে খুঁজছিল পুলিস। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৪৫ লক্ষ টাকা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, নিকেশ হওয়া এই মাও-নেত্রীর নাম রেণুকা ওরফে বেণু। তিনি সংগঠনের দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন। আদতে তেলেঙ্গানার বাসিন্দা এই নেত্রীর কাঁধে ছিল সংগঠনের মিডিয়া শাখার দায়িত্ব। এদিন গুলির লড়াইয়ে মাওবাদী সংগঠনের আরও কয়েকজন সদস্যও মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

ছত্তিশগড়-কর্ণাটক রাজ্য সীমানা লাগোয়া দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার এলাকাগুলিতে মাওবাদী বিরোধী অভিযানে নেমেছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন  ডিআরজির সদস্যরা। তাঁদের সহায়তা করেন কর্ণাটক ও তেলেঙ্গানার পুলিস কর্মীরা।

দান্তেওয়াড়ার পুলিস সুপার জানিয়েছেন, বস্তার অঞ্চলে অবস্থিত একটি জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল বাহিনী। সকাল ৯টা নাগাদ মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। নিকেশ হয় মাওবাদী নেত্রী। তার কাছ থেকে উদ্ধার হয় ইনসাস রাইফেল, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ১১৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

রাশিফল