রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

সুপ্রিম কোর্ট মানে শুধু প্রধান বিচারপতি নন, জানালেন গাভাই

সুপ্রিম কোর্ট শুধুমাত্র কখনই প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়। এই সংক্রান্ত যে ধারণা জনমানসে রয়েছে, তা বদলানোর চেষ্টা করা হচ্ছে। বম্বে বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সিজেআই) বি আর গাভাই।

সুপ্রিম কোর্ট মানে শুধু প্রধান বিচারপতি নন, জানালেন গাভাই

মুম্বই: সুপ্রিম কোর্ট শুধুমাত্র কখনই প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়। এই সংক্রান্ত যে ধারণা জনমানসে রয়েছে, তা বদলানোর চেষ্টা করা হচ্ছে। বম্বে বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সিজেআই) বি আর গাভাই। শনিবার তিনি ফের একবার জানান, বিচারবিভাগীয় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে শীর্ষ আদালত বদ্ধপরিকর। আর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখতে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বম্বে হাইকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের কাজ শুধু প্রধান বিচারপতিকে কেন্দ্র করেই হয়ে থাকে, এই ধারণা বদলানোর চেষ্টা আমরা করে চলেছি। শীর্ষ আদালতের স্বার্থে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সময় থেকেই আমরা নিয়োগ আরও স্বচ্ছভাবে করার চেষ্টা করছি।’ তিনি জানান, আদালতে সমাজের প্রতিটি স্তরের মানুষের যাতে প্রতিনিধিত্ব থাকে, তা নিশ্চিত করা হবে। যোগ্যতার সঙ্গে কোনও আপস করা হবে না। সম্প্রতি একটি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ৫৪ জনের ইন্টারভিউ নিয়েছে, যার মধ্যে ৩৬ জনের নাম ইতিমধ্যেই চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। দিনের পর দিন আদালতে মামলা ঝুলে থাকার সমস্যা যে রয়েছে, তাও এদিন স্বীকার করে নেন প্রধান বিচারপতি গাভাই।

রাশিফল