‘সোশ্যাল মিডিয়া খুবই টক্সিক জায়গা’
প্রায় দশ বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। স্টারকিড হয়েও তাঁর ঝুলিতে ছবির সংখ্যা খুব বেশি নয়। মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন ছবি ‘কেশরী বীর’। কেমন ছিল জার্নি? ভাগ করে নিলেন নায়ক।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৯, ২০২৫
প্রায় দশ বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। স্টারকিড হয়েও তাঁর ঝুলিতে ছবির সংখ্যা খুব বেশি নয়। মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন ছবি ‘কেশরী বীর’। কেমন ছিল জার্নি? ভাগ করে নিলেন নায়ক।
• আপনার বাবা (আদিত্য পাঞ্চোলি) দীর্ঘদিন অভিনয় থেকে দূরে। মা (জারিনা ওয়াহাব) এখনও কাজ করছেন। তাঁদের নিয়ে আপনার কী ভাবনা?
•• বাবা আর ছবি করতে চান না। তাই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। মা এখনও দুর্দান্ত কাজ করছেন। আমি মায়ের সঙ্গে একটা ছবি করতে চাই । একটা দৃশ্য হলেও চলবে (হাসি)।
• ‘কেশরী বীর’ ছবিতে সুনীল শেট্টির সঙ্গে প্রথমবার কাজ করলেন, কেমন অভিজ্ঞতা?
•• সুনীল স্যারের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সলমন খানের বাড়িতে। ‘হিরো’ ছবির জন্য সুযোগ পেয়েছিলাম তখন। সেই সময় থেকে আমার পাশে ছিলেন উনি। সুযোগ পেলে আবার ওঁর সঙ্গে কাজ করতে চাই।
• এই ছবির জন্য কোনও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন?
•• হ্যাঁ, আমি দক্ষিণ ভারতের অ্যাকশন ডিরেক্টর কেভিন ও স্টিফেনের কাছে দীর্ঘদিন ক্লাস করেছি। সংলাপ, অভিব্যক্তির জন্যও আলাদা ওয়ার্কশপ করতে হয়েছে।
• ছবিটি আগে পেলে কি ভালো হতো?
•• না। তখনও আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। জীবন আমাকে অনেককিছু শিখিয়েছে। এই শিক্ষা চরিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করে। আগে পেলে হয়তো চরিত্রটিকে ঠিকভাবে ধরতে পারতাম না।
• এই চরিত্রে অভিনয় করা কি স্বপ্নপূরণ?
•• একদমই। একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করতে চাইতাম সবসময়। রণবীরকে (সিং) বাজিরাও হিসেবে দেখার পরই এমন চিন্তা মাথায় এসেছিল।
• চার বছর পর আপনি বড়পর্দায় ফিরছেন। চাপ লাগছে?
•• অবশ্যই চাপ রয়েছে। আমি চাই মানুষ আমার কাজকে পছন্দ করুক। তবে এখন আমি মানসিকভাবে খুবই শান্ত ও স্থির। জ্যাকি শ্রফ একবার বলেছিলেন, ছবি কেমন চলল, তা নিয়ে বেশি ভাবা উচিত নয়। পরের ছবির দিকে এগিয়ে যেতে হবে।
• বাবিল খান সদ্য অভিযোগ করেছিলেন, বলিউডে সাহায্য করার কেউ নেই। আপনি সহমত?
•• খারাপ সময়ে আমার বলিউডের সাহায্য প্রয়োজন হয়নি। আমার পরিবারই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। আমি বাবিলের ভিডিও দেখেছি, আমি নিশ্চিত ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর বাবার (ইরফান খান) মতো অভিনেতা খুব কমই হয়। ওর ওপর প্রত্যাশা অনেক বেশি, কারণ সবাই ইরফান খানকেই ওর মধ্যে খোঁজে।
• আপনিও তো স্টারকিড, প্রত্যাশার চাপ রয়েছে?
•• আমি যখন কেরিয়ার শুরু করি, তখন এতটা চাপ ছিল না। কিন্তু এখন তারকা সন্তানদের ওপর অনেক বেশি চাপ।
• ট্রোল সামলান কীভাবে?
•• আমি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করি। কেবল ছবি মুক্তির সময় কাজে লাগাই। আমার মনে হয়, এটা খুবই টক্সিক জায়গা।
শামা ভগত, মুম্বই
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 14, 2025
অমৃত কথা
-
ধ্যান
- post_by বর্তমান
- জুন 14, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 14, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 14, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 14, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 13, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 13, 2025