বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

সিদ্ধান্তের বিচ্ছেদ

প্রেমের সম্পর্ক ভেঙে দিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। দু’সপ্তাহ আগেই ইন্ডাস্ট্রিতে শুরু হয় নতুন জল্পনা। শোনা গিয়েছিল, ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকে মন দিয়েছেন অভিনেতা। 

সিদ্ধান্তের বিচ্ছেদ

• প্রেমের সম্পর্ক ভেঙে দিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। দু’সপ্তাহ আগেই ইন্ডাস্ট্রিতে শুরু হয় নতুন জল্পনা। শোনা গিয়েছিল, ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকে মন দিয়েছেন অভিনেতা। মুম্বইয়ের বেশ কয়েকটি রেস্তরাঁয় দু’জনকে একান্তে সময় কাটাতেও দেখা গিয়েছিল। তাঁদের রসায়নও মুগ্ধ করেছিল সকলকে। এর মধ্যেই বিচ্ছেদের সুর এই সম্পর্কে। এমন সিদ্ধান্ত নাকি নিয়েছেন অভিনেতা নিজেই। সূত্রের খবর, সিদ্ধান্ত ও সারা দু’জনেই একে অপরের পরিবারের সঙ্গে দেখা করেন কয়েকদিন আগেই। তারপর এই সম্পর্ক তাঁরা আর এগিয়ে নিয়ে যেতে চাননি। কেন আচমকা এমন সিদ্ধান্ত? তা অবশ্য খোলসা করা হয়নি। যদিও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনও চিড় ধরেনি। আগের মতোই তাঁরা একে অপরের বন্ধু থাকবেন বলেই খবর ঘনিষ্ঠ মহলে। এর আগে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দার সঙ্গে সিদ্ধান্তের প্রেমের গুঞ্জন ছিল বলি পাড়ায়। আবার সারার সঙ্গে নাম জড়িয়েছিল শুভমন গিলের। গত মাসে দু’টি সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছিল।