বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

স্টেট ব্যাঙ্কের গ্লোবাল মার্কেট ইউনিট স্থানান্তরে সিলমোহর

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্লোবাল মার্কেট ইউনিট কলকাতা থেকে মুম্বইতে সরিয়ে নিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল আগেই। এবার তাতে সিলমোহর দিল এসবিআই।

স্টেট ব্যাঙ্কের গ্লোবাল মার্কেট ইউনিট স্থানান্তরে সিলমোহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্লোবাল মার্কেট ইউনিট কলকাতা থেকে মুম্বইতে সরিয়ে নিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল আগেই। এবার তাতে সিলমোহর দিল এসবিআই। সম্প্রতি তারা কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে ওই ইউনিটের ঠিকানা মুম্বই হিসেবে জানানো হয়েছে। প্রসঙ্গত, কলকাতা থেকে দপ্তর সরিয়ে নিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতে, তার প্রতিবাদ করেছিল ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। তা যাতে সরানো না-হয়, তার আর্জি জানিয়ে দরবার করা হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও। কিন্তু তারও সুফল মেলেনি। এই মঞ্চকে সরকারিভাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শাখা বা অফিস খোলা বা সরিয়ে নিয়ে যাওয়ার মতো দিকগুলি ব্যাঙ্কের ধারাবাহিক পদ্ধতি।

sbi

রাশিফল