রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

বিরল কীর্তি জয়সওয়ালের

অস্ট্রেলিয়ার মাটিতে জীবনের প্রথম টেস্টেই পেয়েছিলেন সেঞ্চুরি। গত নভেম্বরে পারথে প্যাট কামিন্সদের বিরুদ্ধে করেন ১৬১। ইংল্যান্ডেও একইভাবে প্রথম টেস্টে যশস্বী করলেন শতরান।

বিরল কীর্তি জয়সওয়ালের

লিডস: অস্ট্রেলিয়ার মাটিতে জীবনের প্রথম টেস্টেই পেয়েছিলেন সেঞ্চুরি। গত নভেম্বরে পারথে প্যাট কামিন্সদের বিরুদ্ধে করেন ১৬১। ইংল্যান্ডেও একইভাবে প্রথম টেস্টে যশস্বী করলেন শতরান। ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন কীর্তি কারও নেই। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকান। 
কার্যত বিলেতে পয়লা টেস্ট ইনিংসেই তিন অঙ্কের রানে পৌঁছন যশস্বী। এই কৃতিত্ব এর আগে রয়েছে চার ভারতীয়ের। ১৯৫২ সালে হেডিংলেতেই বিজয় মঞ্জরেকর করেন ১৩৩। ১৯৮২ সালে ওল্ড ট্রাফোর্ডে সন্দীপ পাটিল অপরাজিত থাকেন ১২৯ রানে। লর্ডসে সৌরভ গাঙ্গুলির ব্যাটে তারকার আবির্ভাব লেখা হয় ১৯৯৬ সালে। তাঁর ব্যাটে আসে ১৩১। ২০১৪ সালে ট্রেন্টব্রিজে মুরলী বিজয় করেন ১৪৬। ইংল্যান্ডে প্রথম টেস্ট ইনিংসেই শতরানের এই তালিকায় নাম লেখালেন যশস্বী। 
ব্রিটিশদের দেখলেই যেন জ্বলে ওঠেন তিনি। বেন স্টোকস ব্রিগেডের বিরুদ্ধে শুক্রবার কেরিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন যশস্বী। তার মধ্যে তিনটিই ইংল্যান্ডের বিরুদ্ধে। লক্ষ্যণীয়, জিওফ বয়কটের দেশের বিপক্ষে এখনও পর্যন্ত টেস্টে ১০ ইনিংসে ৮১৩ রান হয়ে গেল তাঁর। ঈর্ষণীয় রেকর্ড ছাড়া আর কী! তাৎপর্যের হল, শতরানে পৌঁছনোর পথে এদিন লেগসাইডে মাত্র ১১ রান করেন যশস্বী। বাকি সবটাই অফে। আগের চার টেস্ট সেঞ্চুরিতে অনে অন্তত ৪০ শতাংশ রান এসেছিল। ১৫৯ বলে ১৬টি বাউন্ডারি ও একটা ছক্কায় সাজানো এই ইনিংস অবশ্য অফসাইডে তাঁর দাপটের জন্যই মনে থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টোকসের দুরন্ত ডেলিভারিতে যশস্বী বোল্ড না হলে আরও দুর্দশা অপেক্ষা করছিল ইংল্যান্ডের জন্য।
ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট ইনিংসে গিলকেও দেখাল জমাট। তবে এরই মধ্যে একটি বিতর্কেও জড়া঩লেন তিনি। ব্যাট করলেন কালো মোজা পরে। আইসিসি’র নিয়মে যা শাস্তিযোগ্য অপরাধ। কারণ, সাদা, ক্রিম বা হালকা ধূসর ছাড়া টেস্টে অন্য কোনও রঙের মোজা পরা যায় না।

রাশিফল