সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রণবীর আলিয়ার বিবাহবার্ষিকী

তিন বছরের দাম্পত্য চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ২০২২-এর ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। এই বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানালেন পরিবারের সদস্যরা।

রণবীর আলিয়ার বিবাহবার্ষিকী

• তিন বছরের দাম্পত্য চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ২০২২-এর ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। এই বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানালেন পরিবারের সদস্যরা। একদিকে রণবীরের মা নীতু কাপুর, অন্যদিকে আলিয়ার মা সোনি রাজদান— দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে জীবনের নতুন পথ শুরু করেছিলেন এই জুটি। জীবনের বিশেষ দিনের সেলিব্রেশনও ব্যক্তিগতই রেখেছেন তাঁরা। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিং করছেন দম্পতি। এই ছবিতে রণবীর, আলিয়ার পাশাপাশি ভিকি কৌশলও অভিনয় করছেন। সব কিছু ঠিক থাকলে ২০২৬-এ মুক্তি পাবে এই ছবি।