রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

গ্রাহকদের সুখবর, ঋণে সুদের হার কমাল পিএনবি

বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার কমালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। বিভিন্ন মেয়াদি ঋণে মার্জিনাল কস্ট অব ফান্ড বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি জানিয়েছে।

গ্রাহকদের সুখবর, ঋণে সুদের হার কমাল পিএনবি

মুম্বই: বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার কমালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। বিভিন্ন মেয়াদি ঋণে মার্জিনাল কস্ট অব ফান্ড বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি জানিয়েছে। এর ফলে সামান্য হলেও সুরাহা হবে গ্রাহকদের। কমবে সুদের বোঝা। গত ১ জুলাই থেকে নয়া সুদের হার কার্যকর হবে বলে জানিয়েছে পিএনবি। 
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, সংশোধিত সুদের হার অনুযায়ী এক মাসের এমসিএলআর দাঁড়িয়েছে ৮.৩৫ শতাংশ এবং তিন মাসের ক্ষেত্রে যা ৮.৫৫ শতাংশ। তবে এক বছরের এমসিএলআর সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ পার্সোনাল লোন ও হোম লোন সহ অধিকাংশ খুচরো ঋণের সুদের হার নির্ধারিত হয় এক বছরের এমসিএলআরের ভিত্তিতে। বর্তমানে পিএনবি-র এক বছরের এমসিএলআর ৮.৯০ শতাংশ।
সম্প্রতি রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সুবিধা গ্রাহক পর্যন্ত পৌঁছে দিতে পদক্ষেপ করছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। এমসিএলআর হ্রাস পাওয়ায় িপএনবির গ্রাহকদের হোম লোন, পার্সোনাল লোন ও বাণিজ্যিক ঋণের সুদের হার কমবে। 

রাশিফল