রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

নোবেলের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল পাকিস্তান

তলে তলে কী বন্ধুত্ব বাড়িয়েই চলেছে পাকিস্তান ও আমেরিকা? সম্প্রতি কয়েকটি ঘটনায় তেমনই অনুমান ওয়াকিবহল মহলের।

নোবেলের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল পাকিস্তান

ইসলামাবাদ, ২১ জুন: তলে তলে কী বন্ধুত্ব বাড়িয়েই চলেছে পাকিস্তান ও আমেরিকা? সম্প্রতি কয়েকটি ঘটনায় তেমনই অনুমান ওয়াকিবহল মহলের। বিশেষ করে হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, সেনাপ্রধান আসিম মুনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। এর মাঝেই ইসলামাবাদ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যাকে ঘিরে জল্পনা চলছে গোটা বিশ্বে। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই শান্তিতে তাঁকে নোবেল দেওয়ার প্রস্তাব রেখেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র।

তবে কী আমেরিকার ‘পরম বন্ধু’ হওয়ার চেষ্টায় রয়েছে পাকিস্তান? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেলে মনোনীত করার বিষয়ে আজ, শনিবার একটি বিবৃতি জারি করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, ‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’ তাই নোবেলে শান্তি পুরস্কার তাঁরই পাওয়া উচিত বলে মনে করেছে পাক সরকার। যদিও ট্রাম্প তেমনটা মনে করেন না।

তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য তিনি নোবেল পাবেন না। অপরদিকে ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তেহরানের উপর হামলা বন্ধ করার জন্য তেল আভিভকে এখন আর্জি জানানো অসম্ভব। হেরে যাওয়া পক্ষের তুলনায় যদি কেউ যুদ্ধ যেতে তাহলে তাদের অনুরোধ করা কঠিন। কিন্তু মধ্যস্থতায় আমরা তৈরি। আমরা ইরানের সঙ্গে কথা বলছি। দেখি কী হয়।’ 

রাশিফল