শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

নতুন ঠিকানা

একযুগ। অর্থাৎ ১২ বছর। বলিউডে এতখানি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। কারও সহযোগিতা ছাড়াই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি।

নতুন ঠিকানা

একযুগ। অর্থাৎ ১২ বছর। বলিউডে এতখানি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। কারও সহযোগিতা ছাড়াই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। গত বছর ‘ফির আয়ি হাসিন দিলরুবা’-তে নজর কেড়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি অ্যাকশন থ্রিলার ঘরানার ‘গান্ধারী’ ছবিটি মুক্তির অপেক্ষায়। এই আবহে মুম্বইয়ে সদ্য একটি অ্যাপার্টমেন্ট কিনলেন নায়িকা। গোরেগাঁও এলাকায় প্রায় ৪ কোটি ৩৩ লক্ষ টাকা খরচ করে এই অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। জানা গিয়েছে, চলতি মাসেই এই অ্যাপার্টমেন্টের জন্য রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশন চার্জ লেগেছে ৩০ হাজার টাকা। স্ট্যাম্প ডিউটি বাবদ ২১ লক্ষ ৬৫ হাজার টাকা খরচ করতে হয়েছে তাপসীকে।  তবে তাপসী একা নন, বোন শগুন পান্নুও এই সম্পত্তির মালকিন। দুই বোন যৌথভাবে এই সম্পত্তিটি কিনেছেন।