মঙ্গলবার, 08 জুলাই 2025
Logo
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জামাইয়ের হাতে খুন হল শাশুড়ি, বহরমপুরে চাঞ্চল্য

মুর্শিদাবাদে জামাইয়ের হাতে খুন হল শাশুড়ি। সোমবার রাতে সদর শহর বহরমপুরে এই কাণ্ড ঘটেছে। মৃতের নাম মনোয়ারা বিবি। বয়স প্রায় ৫০।

জামাইয়ের হাতে খুন হল শাশুড়ি, বহরমপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে জামাইয়ের হাতে খুন হল শাশুড়ি। সোমবার রাতে সদর শহর বহরমপুরে এই কাণ্ড ঘটেছে। মৃতের নাম মনোয়ারা বিবি। বয়স প্রায় ৫০।

পুলিস সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি বহরমপুরের গজধরপাড়ায়। গতকাল রাতে প্রথমে জামাইয়ের সঙ্গে শাশুড়ির বচসা বাঁধে। এরপর রাগের চোটে জামাই শাশুড়ি মনোয়ারা বিবিকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করে। তবে ঘটনার পর থেকেই সে পলাতক।

বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাইয়েরও খোঁজেও তলছে তল্লাশি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রাশিফল