সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

অপারেশন সিন্দুর নিয়ে সতর্ক করা হয়নি পাকিস্তানকে, রাহুলের প্রশ্নে ব্যাখ্যা বিদেশ মন্ত্রকের

পহেলগাঁওকাণ্ডের পর অপারেশন সিন্দুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এবার এই অভিযান সম্পর্কে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য ঘিরে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। 

অপারেশন সিন্দুর নিয়ে সতর্ক করা হয়নি পাকিস্তানকে, রাহুলের প্রশ্নে ব্যাখ্যা বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ডের পর অপারেশন সিন্দুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এবার এই অভিযান সম্পর্কে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য ঘিরে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা বলেছেন, জঙ্গিঘাঁটিতে নিশানা করার ব্যাপারে পাকিস্তানকে জানানো হয়েছিল। এটা একটা অপরাধ। কে এই অধিকার দিল?  সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কংগ্রেস নেতা বলেছেন, ‘অভিযানের শুরুতে  পাকিস্তানকে জানানো অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে, কেন্দ্র এটা করেছে। কে এই অধিকার দিয়েছে? এরফলে আমাদের কতগুলি যুদ্ধবিমান হারিয়েছে?’ তিনি এব্যাপারে জয়শঙ্করের একটি ভিডিও-ও পোস্ট করেছেন। সেখানে জয়শঙ্করকে বলতে শোনা গিয়েছে, ‘অভিযানের শুরুকে আমরা পাকিস্তানকে একটা বার্তা দিয়েছিলাম। তাতে বলা হয়, আমরা জঙ্গিদের ঘাঁটিতে আঘাত হানছি। সামরিক বাহিনীর উপর নয়। কাজেই পাক সামরিক বাহিনীর কাছে নিজেদের দূরে সরিয়ে রাখা বা হস্তক্ষেপ না করার বিকল্প ছিল। কিন্তু তারা সুপরামর্শ গ্রহণ করেনি।’ এই বক্তব্যকে হাতিয়ার করেই এদিন কেন্দ্রকে নিশানা করেছেন রায়বেরিলির সাংসদ। যদিও রাহুলের এই অভিযোগ খারিজ করে দিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জয়শঙ্করের এমন কোনও বক্তব্যের দাবি উড়িয়ে দিয়েছে। পিআইবি-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিদেশমন্ত্রী এমন কোনও মন্তব্য করেননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, বিদেশমন্ত্রী বলেছিলেন, আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম। এটি স্পষ্টভাবে অপারেশন সিন্দুর শুরুর প্রাথমিক পর্যায়ে ঘটে। কিন্তু একে মিথ্যাভাবে অপারেশন শুরুর আগের ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভুল তথ্য।বিজেপির অভিযোগ, রাহুলকে ভুয়ো খবর ছড়াচ্ছেন।