শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

হায়দরাবাদে বিস্ফোরণের ছক ভেস্তে দিল পুলিস, আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই

পুলিসি তৎপরতায় বড়সড় বিস্ফোরণের ছক ভেস্তে গেল হায়দরাবাদে। রবিবার জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

হায়দরাবাদে বিস্ফোরণের ছক ভেস্তে দিল পুলিস, আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই

হায়দরাবাদ: পুলিসি তৎপরতায় বড়সড় বিস্ফোরণের ছক ভেস্তে গেল হায়দরাবাদে। রবিবার জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সিরাজ উর রহমান (২৯) ও সৈয়দ সামির (২৮)। দু’জনের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। জেরায় বিস্ফোরণের ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ধৃতদের সঙ্গে সৌদি আরবের একটি আইএস মডিউলের যোগ রয়েছে। এদিকে ঘটনার পরেই শহরজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। স্থানীয়দের রাস্তায় যাতায়াতের সময় চোখ কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 
এদিন বিশেষ সূত্রে খবর পেয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়ানগরমে যৌথ অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিসের গোয়েন্দা বিভাগ। সেখান থেকেই রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরার সূত্রেই দ্বিতীয় অভিযুক্তের হদিশ মেলে। তারপর হায়দরাবাদ থেকে সামিরকে হেফাজতে নেয় পুলিস। সূত্রের খবর, দু’জনের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে অ্যামোনিয়া, সালফার, অ্যালুমিনিয়াম পাউডার। 
পহেলগাঁও হামলার পর জঙ্গিদের মদতাদাতা পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত তুঙ্গে উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে পাক গুপ্তচর সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের জেরা করে চক্রের অন্যান্য সদস্যদের নাম জানার চেষ্টা চলছে। ওয়াকিবহাল মহলের মতে, চলতি পরিস্থিতিতে হায়দরাবাদের সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।