তাপপ্রবাহের পরিস্থিতি, আগামী দু’দিন রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
খাতায় কলমে দেশে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। কেরলে নির্ধারিত দিনের আগেই ভূখণ্ড ছুঁয়েছে মৌসুমি বায়ু। সেইভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগাম প্রবেশ করেছে বর্ষা

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৬, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাতায় কলমে দেশে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। কেরলে নির্ধারিত দিনের আগেই ভূখণ্ড ছুঁয়েছে মৌসুমি বায়ু। সেইভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগাম প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দেখা নেই বৃষ্টির। দক্ষিণে বর্ষা এখনও প্রবেশ করেনি, তাই দাবদাহ পরিস্থিতি। উত্তরে বর্ষা থাকলেও রেহাই নেই গরমের হাত থেকে। রাজ্যে আবার কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি। সেই কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী দু’দিন অর্থাৎ ১৩ ও ১৪ জুন রাজ্যে পার্বত্য এলাকা বাদে সর্বত্র বন্ধ থাকবে সরকারি স্কুল।
আজ, বৃহস্পতিবার তেমনটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গরমের ছুটির পর গত ২ জুন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলি খুলেছিল। কিন্তু বৃষ্টির দেখা নেই রাজ্যের, যার ফলে গরম বাড়ছে। এই অবস্থায় স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা। কয়েকটি জেলায় আবার সকালে প্রাইমারি স্কুলের ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছিল। গোটা বিষয়টি নিয়ে গতকাল, বুধবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির প্রসঙ্গটি সবিস্তারে তুলে ধরেছিলেন তিনি।
কোচবিহার জেলায় স্কুলে পড়ুয়াদের অসুস্থ হয়ে পরার বিষয়টিও বিধানসভায় জানান বিজেপি বিধায়ক। তারপরেই আজ, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান আগামী দু’দিন রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি থাকবে। তিনি এক্সে লেখেন, ‘রাজ্যের পার্বত্য জেলাগুলি বাদে সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে চলতি সপ্তাহের শুক্র ও শনিবার ছুটি থাকবে। ওই দু’দিন রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠন হবে না।’
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025