টারবাইন ছাড়াই বিদ্যুৎ উৎপাদন সুবর্ণরেখায়, নেপথ্যে ২ গবেষক
একসময় নাকি সোনার কণা মিলত এই নদীতে। এখনও সেই খোঁজে নদীবক্ষের বালি চালাচালি করেন কিছু মানুষ। তবে সোনা মিলুক বা না-ই মিলুক, ‘সোনালি স্বপ্ন’এর সন্ধান মিলেছে সুবর্ণরেখায়।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একসময় নাকি সোনার কণা মিলত এই নদীতে। এখনও সেই খোঁজে নদীবক্ষের বালি চালাচালি করেন কিছু মানুষ। তবে সোনা মিলুক বা না-ই মিলুক, ‘সোনালি স্বপ্ন’এর সন্ধান মিলেছে সুবর্ণরেখায়। নদীর স্রোতকে কৃত্রিমভাবে চালিত করে উৎপন্ন হচ্ছে জলবিদ্যুৎ। চিরাচরিত পদ্ধতির মতো প্রয়োজন পড়ছে না বিশাল টারবাইন বা কৃত্রিম বাঁধের। খড়্গপুর আইআইটির দুই গবেষক পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের ভসরাঘাটের সামনে এই কাজ করে তাক লাগিয়েছেন। খড়্গপুরের গবেষকদের এহেন যুগান্তকারী সাফল্য রাজ্যের অন্যান্য প্রান্তের নদীতে কার্যকর করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
কয়েকমাস ধরেই সৈকত নন্দী এবং ওঙ্কার বেঙ্কটিয়াল্লার এই গবেষণার ফল মিলতে শুরু করেছে। স্থানীয়ভাবে এলইডি লাইট জ্বলছে জলবিদ্যুতে। আগামীদিনে জঙ্গলকন্যা সেতুর পুরো আলোই এর মাধ্যমে জ্বালানোর পরিকল্পনা চলছে। কারণ, এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশ কম। মাত্র দেড় লক্ষ টাকাতেই ১ কিলোওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এতে যেমন ইকো-ট্যুরিজমে জোয়ার আসবে, তেমনই স্থানীয় বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগও হবে বলে আশা করা হচ্ছে।
তাহলে কেন চিরাচরিত পদ্ধতির জলবিদ্যুৎ নয়? গবেষকদের বক্তব্য, চিরাচরিত পদ্ধতিতে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য চাই বিশাল টারবাইন এবং তীব্র গতির জলপ্রবাহ। যদি প্রবাহ কম থাকে, তাহলে প্রয়োজন কয়েকশো কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি। অথচ এখানে ‘ভর্টেক্স ইনডিউসড ভাইব্রেশন’ নামে একটি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ছয় থেকে ১০ ফুট গভীর জল থাকলেই তা ব্যবহার করা সম্ভব। যেখানে পরিকাঠামো নেই, জলস্তর কমে-বাড়ে সেখানে এই প্রযুক্তি বিশেষ উপযোগী। সবচেয়ে বড় কথা, জলস্রোতের গতি ঘণ্টায় কমবেশি দু’কিলোমিটার থাকলেও এই প্রযুক্তি কাজ করবে। বাংলার অনেক নদী, ঝোরা, খালেই জলের এই গতি থাকে। কয়েক বছর আগেই আইআইটি এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। তবে, এর রূপায়ণ শুরু হয়েছে সম্প্রতি। -নিজস্ব চিত্র
tags
related_post
রাশিফল
-
রাশিফল (১৮/০৪/২৫ )
- post_by Admin
- এপ্রিল 19, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- এপ্রিল 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
পাউন্ড (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ইউরো (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
নিফটি ৫০ (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025