শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

স্বপ্নপূরণের লক্ষ্যে রাঙামতি

ছোট্ট বিন্দু। একেবারে কেন্দ্রে। তির ছুড়ে বিঁধে দিতে হবে জায়গাটা। টার্গেট বোর্ডে সেটাই লক্ষ্য। কিছুক্ষণের নিস্তব্ধতা চারিদিকে। তারপরই ধনুক থেকে তড়িৎ গতিতে ছুটে গেল তিরটা। লাগল টার্গেটে।

স্বপ্নপূরণের লক্ষ্যে রাঙামতি

ছোট্ট বিন্দু। একেবারে কেন্দ্রে। তির ছুড়ে বিঁধে দিতে হবে জায়গাটা। টার্গেট বোর্ডে সেটাই লক্ষ্য। কিছুক্ষণের নিস্তব্ধতা চারিদিকে। তারপরই ধনুক থেকে তড়িৎ গতিতে ছুটে গেল তিরটা। লাগল টার্গেটে। না, কোনও তিরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্রে নয়, এই দৃশ্য শ্যুটিং সেটের। সেখানে তির-ধনুকের কী প্রয়োজন? অস্বচ্ছ দৃষ্টি নিয়ে রাঙামতির স্টেট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণের গল্প বলতেই এর প্রয়োজনীয়তা। এ গল্প বাস্তবের নয়। স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’-এ রাঙামতির জীবন ও চ্যালেঞ্জের অধ্যায়। আগামী কয়েকটি পর্বে রাঙামতির জীবনের আসবে বেশ কিছু নতুন মোড়।  
প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হয়েছিল রাঙামতির স্বপ্নের উড়ান। তিরন্দাজিতে অলিম্পিক মেডেল জিতে সেরা তিরন্দাজ হওয়ার স্বপ্নে বিভোর সে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কি আরও কয়েকটি ধাপ এগিয়ে যেতে পারবে সে? নাকি লক্ষ্যভ্রষ্ট হবে? তা নিয়েই এগবে ধারাবাহিক। 
সদ্য ‘রাঙামতি’র সেটে পৌঁছে দেখা গেল সাজ সাজ রব। তির-ধনুক নিয়ে একেবারে পেশাদার তিরন্দাজের বেশে হাজির পর্দার ‘রাঙামতি’ অর্থাৎ অভিনেত্রী মনীষা মণ্ডল। মুর্শিদাবাদের মেয়ে মনীষার প্রথম ধারাবাহিক এটি। রাঙামতির মতোই দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছেন তিনিও। তাঁর কথায়, ‘রাঙামতি স্বপ্নপূরণে সব সময় তার ‘উড়ান বাবু’ একলব্যকে পাশে পেয়েছে। অস্বচ্ছ দৃষ্টি নিয়েও সবশেষে রাঙামতি স্টেট চ্যাম্পিয়নশিপ জিততে পারবে কিনা তা নিয়েই এগবে গল্প। আমরা ভীষণ পরিশ্রম করে প্রতিটা পর্ব তৈরি করার চেষ্টা করছি।’
ধারাবাহিকের গল্পে প্রথম থেকেই শাশুড়ি প্রমিতা (চান্দ্রেয়ী ঘোষ) এবং স্বামী একলব্যকে (নীলাঙ্কুর মুখোপাধ্যায়) পাশে পেয়েছে রাঙামতি। সিরিয়ালের চিরাচরিত শাশুড়ি-বৌমার কূটকচালি ফর্মুলার বাইরে। এই প্রসঙ্গে মনীষা বললেন, ‘সত্যি এটা একটা ইতিবাচক দিক। প্রত্যেকটা মেয়ে যদি তার স্বামী এবং শ্বশুরবাড়ির সাহায্য পায় তবে মেয়েটির স্বপ্নপূরণের পথটা অনেকটাই সহজ হয়।’ একই মত পর্দার ‘একলব্য’ ওরফে নীলাঙ্কুরের। নীলাঙ্কুর বললেন, ‘আমাদের ধারাবাহিকে সমাজের জন্য একটা পজিটিভ মেসেজ আছে। সেই ফিডব্যাক দর্শকদের থেকে পাচ্ছি।’ 
পূর্বাশা দাস