বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইডেন থেকে সরল আইপিএল ফাইনাল

সিএবি’র কোনও চেষ্টাই কাজে এল না। আশঙ্কাই হল সত্যি। কলকাতা থেকে আমেদাবাদে সরল আইপিএল ফাইনাল। ইডেনে হওয়ার কথা ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। সেটা হলেও দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটত বাংলার ক্রিকেটপ্রেমীদের।

ইডেন থেকে সরল আইপিএল ফাইনাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিএবি’র কোনও চেষ্টাই কাজে এল না। আশঙ্কাই হল সত্যি। কলকাতা থেকে আমেদাবাদে সরল আইপিএল ফাইনাল। ইডেনে হওয়ার কথা ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। সেটা হলেও দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটত বাংলার ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সেই ম্যাচও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বলে মঙ্গলবার জানিয়ে দিল বিসিসিআই। 
আইপিএল ফাইনাল যেহেতু জুনের ৩ তারিখ, তখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-ভারতে। এই অজুহাতেই পঁচিশের কোটিপতি লিগের খেতাবি লড়াই সরিয়ে নিয়ে যাওয়া হল সবরমতীর তীরে। ভারত-পাক যুদ্ধের কারণে সাময়িক বিরতি ছিল আইপিএলে। তখনই প্লে-অফের ক্রীড়াসূচি পরিবর্তনের নীল নকশা তৈরি করে ফেলা হয়। এরপর গ্রুপ পর্বের পরিবর্তিত সূচি ঘোষিত হলেও ঝুলে ছিল প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারণ। তাতেই আশার আলো দেখেছিলেন সিএবি কর্তারা। বোর্ডকে চিঠি দিয়ে আইপিএল ফাইনাল না সরানোর আবেদন করা হয়েছিল। বৃষ্টির সম্ভাবনা যে কার্যত নেই, তা বোঝাতে দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের চিঠিও। কিন্তু কোনও কিছুই ধোপে টিকল না। সিএবি যাতে আইনি কোনও পদক্ষেপ নিতে না পারে, তাই হায়দরাবাদ থেকে প্লে-অফের দু’টি ম্যাচ পাঞ্জাবের মুল্লানপুরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচে বৃষ্টি হাতে পারে, এই আশঙ্কায় চিন্নাস্বামী থেকে খেলাটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ে।
আসলে জয় শাহরা যা চাইবেন, সেটাই হবে। তাই মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর পর আইপিএল ফাইনাল হচ্ছে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান, ফাইনাল ম্যাচ হয়েছে। অন্যায় দেখেও কেউ মুখ খোলার সাহস দেখাতে পারেনি। কারণ, তাঁর অভিঘাত অনেক বেশি হতে পারে। সেই আশঙ্কায় মুখে কুলুপ সকলের। তবে ইডেনে আইপিএল ফাইনাল রাখার জন্য খোদ সৌরভ গাঙ্গুলি আসরে নেমেছিলেন। তাই বঙ্গীয় ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন, শেষ পর্যন্ত হয়তো আইপিএল ফাইনাল ইডেনেই হবে। কিন্তু প্রাক্তন সভাপতি সৌরভের ইচ্ছার যে কোনও গুরুত্ব নেই বোর্ডের কাছে, সেটা আবারও প্রমাণিত।