শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

বাবিলের বিরতি

ইন্ডাস্ট্রিকে ‘ফেক’ তকমা দিয়েছিলেন তিনি। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। চলতি মাসের শুরুতেই ইরফান খানের পুত্র বাবিল খানের সেই ভিডিও উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। 

বাবিলের  বিরতি

ইন্ডাস্ট্রিকে ‘ফেক’ তকমা দিয়েছিলেন তিনি। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। চলতি মাসের শুরুতেই ইরফান খানের পুত্র বাবিল খানের সেই ভিডিও উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। এই পরিস্থিতিতে বাবিল ইন্ডাস্ট্রি থেকে সাময়িক বিরতি নিলেন। সোশ্যাল মিডিয়ায় শনিবার নিজের সিদ্ধান্ত  জানিয়েছেন অভিনেতা। দক্ষিণী পরিচালক সাই রাজেশের একটি ছবিতে অভিনয় করছিলেন বাবিল। তবে সেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত বাবিল। তাঁর মা সুতপা শিকদার জানিয়েছিলেন, কিছুটা বিশ্রাম প্রয়োজন অভিনেতার। শনিবারের পোস্টে সেই বিষয়টি উল্লেখ করে বাবিল লিখেছেন, ‘আমি ও সাই রাজেশ স্যার পর্দায় এক জাদু তৈরি করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত কিছু অনিবার্য পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা গেল না। আমার এই মুহূর্তে কিছুটা বিশ্রাম প্রয়োজন।’ খবরটি জানিয়েছেন পরিচালক নিজেও। তিনি লেখেন, ‘বাবিল অত্যন্ত প্রতিভাবান ও কর্মঠ। আমার হিরোকে মিস করব। তবে নিজের খেয়াল রাখাটা সবচেয়ে জরুরি।’