শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

গ্রেপ্তার নুসরত

বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘হিরো ৪২০’ সহ টলিউডের বেশ কয়েকটি ছবির নায়িকা তিনি। 

গ্রেপ্তার  নুসরত

বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘হিরো ৪২০’ সহ টলিউডের বেশ কয়েকটি ছবির নায়িকা তিনি। প্রয়াত পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। জানা গিয়েছে, রবিবার সকালে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরত। তখনই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছর জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় নুসরতের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়। জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। রবিবার গ্রেপ্তারির পর তাঁকে প্রথমে থানায় আনা হয়েছিল। সেখানে বেশিক্ষণ রাখা হয়নি নুসরতকে। তাঁকে পাঠানো হয় গোয়েন্দা পুলিসের কার্যালয়ে।