বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

আইনি ঝামেলায় পরেশ

কয়েকদিন আগেই ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। এবার এই ইস্যুতে অভিনেতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করল নির্মাতারা। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’ প্রযোজনা করছে ‘হেরা ফেরি ৩’-এর। এপ্রিল মাস থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছে।

আইনি ঝামেলায় পরেশ

• কয়েকদিন আগেই ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। এবার এই ইস্যুতে অভিনেতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করল নির্মাতারা। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’ প্রযোজনা করছে ‘হেরা ফেরি ৩’-এর। এপ্রিল মাস থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছে। এর মাঝে আচমকা ছবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন পর্দার ‘বাবুরাও’। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তাঁর। এর সঙ্গে চিত্রনাট্য সংক্রান্ত বা আর্থিক লেনদেনের কোনও যোগাযোগ নেই। পরেশ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন নির্মাতারা। তাঁদের বক্তব্য, পরেশ যদি কাজ করতে না চাইতেন, সে কথা শ্যুটিং শুরুর আগেই জানাতে পারতেন। মাঝপথে ছবি ছেড়ে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তিনি। অক্ষয় কুমার নিজেও নাকি এই ঘটনায় ক্ষুব্ধ। ফলে পরেশকে আইনি নোটিস পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে ছবির পরিচালক প্রিয়দর্শন বলেন, ‘পরেশ আমাদের কিছুই জানাননি। কেন এমন করলেন, বুঝতে পারছি না।’