বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ছত্তিশগড়ে সংঘর্ষে হত ৩ মাওবাদী

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শনিবার সকালে বিজাপুর জেলার ইন্দ্রবতী জঙ্গলে জওয়ানদের সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই হয়। 

ছত্তিশগড়ে সংঘর্ষে হত ৩ মাওবাদী

বিজাপুর, ১২ এপ্রিল: ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শনিবার সকালে বিজাপুর জেলার ইন্দ্রবতী জঙ্গলে জওয়ানদের সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই হয়। এনকাউন্টারে তিন মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ভোর থেকে জঙ্গলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বিপদ বুঝে সকাল ৯টা নাগাদ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সশস্ত্র মাওবাদীরা। জওয়ানরা পাল্টা গুলি চালালে দু’তরফের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে উল্টো দিক থেকে গুলি চালানো স্তব্ধ হলে শুরু হয় চিরুনি তল্লাশি। সংঘর্ষ স্থল থেকে তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছিল।

রাশিফল