রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

টেক্সাসে হড়পা বানে মৃত ২৭

এক রাতে ২৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি।  মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বাড়ল নদীর জলস্তর।  হড়পা বানের জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেল সবকিছু। ধুয়ে মুছে সাফ একের পর এক ক্যাম্পিং এলাকা।

টেক্সাসে হড়পা বানে মৃত ২৭

টেক্সাস: এক রাতে ২৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি।  মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বাড়ল নদীর জলস্তর।  হড়পা বানের জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেল সবকিছু। ধুয়ে মুছে সাফ একের পর এক ক্যাম্পিং এলাকা। টেক্সাসের গুয়াডালুপ নদীতে ভয়াবহ বিপর্যয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এখনও খোঁজ মেলেনি বহু মানুষের। নিখোঁজ তালিকায় রয়েছে বহু কিশোর-কিশোরীও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। টেক্সাসের গুয়াডালুপ নদীর উপত্যকা ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। প্রতিবছর গরমে ক্যাম্পিং করতে যান বহু স্কুল-পড়ুয়া।

রাশিফল