‘সিন্ধুর জলের জন্য যতদূর প্রয়োজন যাব’, ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি বিলাবলের
সিন্ধু ও তার উপনদীগুলির জল না পেয়ে কার্যত ধুঁকছে পাকিস্তান। চরম ক্ষতির মুখে সেদেশের কৃষি ব্যবস্থা। সঙ্কট দেখা দিয়েছে শিল্পেও।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
ইসলামাবাদ: সিন্ধু ও তার উপনদীগুলির জল না পেয়ে কার্যত ধুঁকছে পাকিস্তান। চরম ক্ষতির মুখে সেদেশের কৃষি ব্যবস্থা। সঙ্কট দেখা দিয়েছে শিল্পেও। এই পরিস্থিতিতে এবার সিন্ধুর জল নিয়ে ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। পাক সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিলাবল বলেন, ‘সিন্ধুর জলের জন্য যত দূর প্রয়োজন পাকিস্তান যাবে।’ ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নৃশংসভাবে খুন করা হয় ২৫ পর্যটক সহ মোট ২৬ জনকে। এরপরেই ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জলচুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা করে ভারত। আগামী দিনে সিন্ধু জলচুক্তিতে ভারত যে আর ফিরবে না তাও ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিলাবল ভুট্টো। সিন্ধু জলচুক্তি বাতিলকে ‘অবৈধ’ বলে দাবি করে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বলেন, ‘সিন্ধু জলচুক্তি ভারত-পাকিস্তান উভয় পক্ষের জন্যই বাধ্যতামূলক। রাষ্ট্রসঙ্ঘের সনদ অনুসারে জল বন্ধ করা অবৈধ। ভারতের কাছে দু’টি বিকল্প রয়েছে। হয় আমাদের নায্য জল দিক, নাহলে আমরা ছ’টি নদীর প্রতিটির জলই নিয়ে নেব।’ পাশাপাশি, বিলাবলের হুঁশিয়ারি, ‘প্রয়োজনে আমাদের আবার যুদ্ধ করতে হবে। জঙ্গিহানাকে অজুহাত করে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে নয়াদিল্লি।’ প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পাকিস্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারত। তার জন্য যাবতীয় কূটনৈতিক চাপ প্রয়োগ করছে নয়াদিল্লি। প্রসঙ্গত, সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ধূসর তালিকায় ঠাঁই হয়েছিল পাকিস্তানের।
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025