শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

সেনাপ্রধানকে হত্যায় সাহায্য করেছেন আসিম মুনির, দাবি তেহরানের সংবাদমাধ্যমের, নেপথ্যে উপহার দেওয়া জিপিএস ওয়াচ

বন্ধুর বেশে শত্রু পাকিস্তান! ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সেনাপ্রধান মহম্মদ হোসেন বাকেরির মৃত্যুর পর সেই প্রশ্নই উঠছে। 

সেনাপ্রধানকে হত্যায় সাহায্য করেছেন আসিম মুনির, দাবি তেহরানের সংবাদমাধ্যমের, নেপথ্যে উপহার দেওয়া জিপিএস ওয়াচ

ইসলামাবাদ ও তেহরান: বন্ধুর বেশে শত্রু পাকিস্তান! ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সেনাপ্রধান মহম্মদ হোসেন বাকেরির মৃত্যুর পর সেই প্রশ্নই উঠছে। ইতিমধ্যেই বাকেরির হত্যার জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কাঠগড়ায় তুলেছে তেহরানের মিডিয়া। তাদের দাবি, ইরানের সেনাপ্রধানের অবস্থান সম্পর্কে তথ্য পেতে সাহায্য করেছেন পাক সেনা আধিকারিকই। 
কিন্তু, কেন এমন দাবি উঠছে? জানা গিয়েছে, গত ১৩ জুন ইজরায়েলি হানায় প্রাণ হারান বাকেরি। ঠিক তার দু’সপ্তাহ আগে ৩১ মে তেহরানে মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। সেখানে দু’পক্ষের মধ্যে বেশ কিছু সামরিক বিষয় আলোচনা হয়। উপহার স্বরূপ বাকেরিকে একটি হাতঘড়ি দেন মুনির। আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই উপহারই! কারণ তাতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। অর্থাৎ ওই যন্ত্র দিয়েই ইরানের সেনাপ্রধান কখন, কোথায় যাচ্ছেন, সেবিষয়ের বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব। তেহরানের গোয়েন্দাদের দাবি, সেই ঘড়ির সাহায্যেই বাকেরির অবস্থান জানতে পেরেছিল ইজরায়েল। ওই হানায় সেনাপ্রধান ছাড়াও আরও দুই শীর্ষ আধিকারিকের মৃত্যু হয়েছিল। 
তথ্যাভিজ্ঞ মহলের মতে, মুনিরের উপর সন্দেহ তৈরির আরও একটি কারণ রয়েছে। তা হল বাকেরির সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে যান মুনির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন। সেখানে দু’জনের মধ্যে কী আলোচনা হয়েছিল তা স্পষ্ট নয়। কিন্তু সূত্রের খবর, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সামরিক পরিকাঠামো ঢেলে সাজাতে তৎপর। তাছাড়া ঋণে ডুবে থাকা দেশ চালাতে টাকা পয়সাও দরকার। দু’টি ক্ষেত্রেই রক্ষাকর্তা হতে পারে আমেরিকা। সেজন্যই ট্রাম্প সরকারের হাতেপায়ে ধরেছে তারা। মার্কিন প্রশাসনকে খুশি করতে তাই ইরানের সেনাপ্রধান সহ বহু গোপনীয় তথ্য তুলে দিয়েছেন মুনির। তার ভিত্তিতেই ওই মারণ-হামলা চালিয়েছে ইজরায়েল। সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে ‘ডাবল গেম’-এর অভিযোগ তুলেছে ইরানের একাংশ।  এই ইস্যুতে রাত পর্যন্ত সরকারিভাবে কোনও মন্তব্য করেনি ইরান। কিন্তু, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক নাড়াচাড়া শুরু হয়েছে। ওই ঘড়ি নিয়েও খোঁজ খবর শুরু হয়েছে।

রাশিফল