শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

দুর্মূল্য সোনা, ক্রেতা টানতে আকর্ষণীয় ছাড় খাগড়ায়

সোনা দুর্মূল্য হয়ে ওঠায় কারিগর থেকে ক্রেতা-সবাই চিন্তিত। অক্ষয় তৃতীয়ার প্রাক-মুহূর্তে তাই বহরমপুরের খাগড়ার সোনাপট্টিতে ক্রেতাদের আকৃষ্ট করতে মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। 

দুর্মূল্য সোনা, ক্রেতা টানতে আকর্ষণীয় ছাড় খাগড়ায়

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোনা দুর্মূল্য হয়ে ওঠায় কারিগর থেকে ক্রেতা-সবাই চিন্তিত। অক্ষয় তৃতীয়ার প্রাক-মুহূর্তে তাই বহরমপুরের খাগড়ার সোনাপট্টিতে ক্রেতাদের আকৃষ্ট করতে মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও ১০ গ্রাম সোনার দাম লাখ টাকা ছাড়ানোয় বাজার জমবে কিনা-তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। 
এতদিন বিয়ের মরশুমেও সোনার দোকানে ক্রেতাদের দেখা মেলেনি। নতুন নতুন ডিজাইন তুলেও মাছি তাড়াচ্ছিলেন কারিগর ও শোরুমের কর্মীরা। তবে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে তাঁদের মধ্যে ফের সাজো সাজো রব দেখা দিয়েছে। ঐতিহ্যবাহী খাগড়ার সোনাপট্টিতে রাস্তায় উপর বিজ্ঞাপনী গেট, ফ্লেক্স, হোর্ডিং লাগিয়ে ক্রেতাদের নানা অফারের কথা জানানো হচ্ছে। সেইসঙ্গে কয়েকসপ্তাহ আগে থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। উদ্দেশ্য একটাই, মজুরিতে বাড়তি ছাড় দিয়ে কিছুটা কম দামে মানুষের হাতে গয়না তুলে দেওয়া।
রেকর্ড একলক্ষ টাকা দরে পৌঁছে গিয়েছে ১০গ্রাম সোনার দাম। গত সোমবারই কলকাতার বাজারে কর যোগ করার পর সোনার গয়নার লাখ টাকার গণ্ডি ছাড়িয়েছিল। তারপর কয়েকদিনে দাম আরও ওঠানামা করেছে। এরপর কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সোনার দাম কোথায় উঠবে-তা বোঝা যাচ্ছে না। তাই প্রমাদ গুণছেন ব্যবসায়ীরা। খুব তাড়াতাড়ি জিএসটি ছাড়াই ১০গ্রাম সোনার দাম লাখ টাকার গণ্ডি পেরিয়ে যাবে বলে তাঁরা মনে করছেন। তাই অক্ষয় তৃতীয়ায় ক্রেতা টানতে নানা আকর্ষণীয় অফার দিচ্ছেন খাগড়ার সোনা ব্যবসায়ীরা।
সোনার দোকানদাররা জানালেন, মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই মানুষের নাভিশ্বাস উঠছে। শখ করে সোনা কেনার কথা অনেকেই ভাবতে পারছেন না। তবে বিয়ে বা অন্য অনুষ্ঠানের জন্য কিছু সোনা কিনতেই হবে। ক্রেতাদের সুবিধার জন্য মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে। জেলা বুলিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজীব ধর বলেন, সোনার দাম বেড়ে যাওয়ায় কেনাকাটার উপর অনেকটাই প্রভাব পড়বে। তবে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বেশিরভাগ দোকানে নানারকম আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে। ক্রেতারা সেই অফারে গয়না কিনলে সুবিধা পাবেন। 
বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক বাজার যত অস্থির হবে, সোনার দাম তত বাড়বে। ইতিমধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ দেখা দিয়েছে। তাই অক্ষয় তৃতীয়ায় মানুষকে চড়া দামেই সোনা কিনতে হবে। শেয়ার মার্কেটে ধস নামায় অনেকেই হলুদ ধাতুতে বিনিয়োগ করছেন। তাতেই সোনার দাম আরও ঊর্ধ্বমুখী হচ্ছে।
বহরমপুরের বাসিন্দা সৌমিলী রায় বলেন, খুব ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ে রয়েছে। সোনার গয়না ছাড়া কিছুই উপহার দেওয়া যাবে না। তাই সোনার দোকানে আসতে হয়েছে। দাম যখন একলক্ষে পৌঁছেছে, তখন আগামী দিনে দাম আরও বাড়বে। তাই দেরি না করে অক্ষয় তৃতীয়ার অফারে সোনার হালকা কোনও গয়না কিনব। 

রাশিফল