জঙ্গি দমনের তৃতীয় দিনে একে ৪৭ হাতে স্বয়ং ডিজি
তৃতীয় দিন। মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় জঙ্গি দমনে জারি ‘অপারেশন’। এদিন একে ৪৭ হাতে দেখা গেল খোদ জম্মু-কাশ্মীর পুলিসের ডিরেক্টর জেনারেল নলিন প্রভাতকে।

শ্রীনগর: তৃতীয় দিন। মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় জঙ্গি দমনে জারি ‘অপারেশন’। এদিন একে ৪৭ হাতে দেখা গেল খোদ জম্মু-কাশ্মীর পুলিসের ডিরেক্টর জেনারেল নলিন প্রভাতকে। এই দৃশ্য অনেকটাই আশ্বস্ত করেছে কাঠুয়ার সীমান্ত লাগোয়া সানিয়াল এলাকার আতঙ্কিত মানুষজনকে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও একাধিক অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। সূত্রের খবর, গভীর জঙ্গলে কমপক্ষে পাঁচ জন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে। আর তাদের খুঁজে বের করতেই চলছে তল্লাশি।
রবিবার গ্রামের কিছু মহিলা জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। তাঁরাই প্রথম সশস্ত্র জঙ্গিদের দেখতে পান। তাঁরা কোনওক্রমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে তড়িঘড়ি ওইদিন সন্ধ্যার দিকে সানিয়ালে যৌথভাবে অভিযান শুরু করে সেনা, জম্মু-কাশ্মীর পুলিস ও সিআরপিএফ। শুরু হয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই। পরের দিকে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। কেটে গিয়েছে দু’দিন। জারি রয়েছে বাহিনীর অভিযান। এরইমধ্যে এদিন এই অপারেশনে নেতৃত্ব দিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি। সোমবার ঘটনাস্থল থেকে গোলাবারুদ, একাধিক অস্ত্র, গ্রেনেড, স্লিপিং ব্যাগ, ট্র্যাকস্যুট, খাবারের প্যাকেট সহ নানা সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে এম ফোর রাইফেলের ম্যাগাজিনও রয়েছে। নিরাপত্তা বাহিনীর অনুমান, জঙ্গিদের কাছে আমেরিকায় তৈরি একাধিক অত্যাধুনিক রাইফেলও রয়েছে। উদ্ধার হয়েছে বুলেটপ্রুফ জ্যাকেটও। এদিন ভোরে জঙ্গলে সন্দেহজনক গতিবিধি দেখে গুলি চালায় বাহিনী। কিন্তু উল্টো দিক থেকে কোনও জবাব আসেনি।
related_post
রাশিফল
-
রাশিফল (১৮/০৪/২৫ )
- post_by Admin
- এপ্রিল 19, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- এপ্রিল 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
পাউন্ড (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ইউরো (১৮/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
ডলার (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025
-
নিফটি ৫০ (১৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 19, 2025