কলকাতা প্রিমিয়ার লিগের কাউন্টডাউন
ঘরোয়া লিগই বাংলা ফুটবলের ফুসফুস। জলকাদার ফুটবলে মিশে বাঙালির আবেগ। আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান স্পোর্টিংকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি বাকিরা। কোন দল কতটা তৈরি? প্রস্তুতির অন্দরমহলে হাজির বর্তমান।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৮, ২০২৫
ঘরোয়া লিগই বাংলা ফুটবলের ফুসফুস। জলকাদার ফুটবলে মিশে বাঙালির আবেগ। আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান স্পোর্টিংকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি বাকিরা। কোন দল কতটা তৈরি? প্রস্তুতির অন্দরমহলে হাজির বর্তমান।
প্রতিভা অন্বেষণের কাজ চালিয়ে যেতে চায় পাঠচক্র
প্রতিষ্ঠা: ১৯৫৬ সাল।
ইতিহাস: একঝাঁক প্রতিভাবান ফুটবলারকে সামনে রেখেই পথ চলা শুরু করে এই ক্লাব। পাঠচক্রকে মূলত ইউনাইটেড স্পোর্টসের সাপ্লাইলাইন হিসেবে দেখা হয়। ২০১৬ সালে প্রিমিয়ার বি’তে চ্যাম্পিয়ন হওয়ায় পরেরবার এ’তে খেলার সুযোগ পায় তারা। তবে তিন বছরের মধ্যেই ঘটে অবনমন। এরপর ২০২৩ সালে প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশে যাওয়ায় ফের সরাসরি কলকাতা লিগে খেলার ছাড়পত্র পায় তারা। সেবারও অবনমন বাঁচানোর লড়াই লড়তে হয় পাঠচক্রকে। তবে গত মরশুমে গ্রুপ এ’তে অষ্টম স্থানে শেষ করে তারা। এবার দলের দায়িত্বে অভিজ্ঞ পার্থ সেন। তাঁর প্রশিক্ষণে এবার লিগ টেবিলে আরও ভালো ফল করতে মরিয়া তারা।
উল্লেখযোগ্য ফুটবলার: দলের ফুটবলারের গড় বয়স ২০ বছরের কম। লিগে বাকি দলগুলি যখন বাঙালির সংখ্যা বাড়ায় সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখানে পাঠচক্রে বঙ্গ ফুটবলারের ভিড় বেশি। এদের মধ্যে উল্লেখযোগ্য আমন যাদব, রোনাল্ডো মুর্মু, শেখ রোহিত, দেবার্ঘ্য বিশ্বাস, বিকাশ মুর্মু, দেবাশিস প্রামাণিক। এদের মধ্যে অনেকেই ফুটবলের টানে বাড়ি ছেড়ে কল্যাণীতে ক্লাবের হোস্টেলে থেকে প্র্যাকটিস করেন।
কোচের মন্তব্য: মূল লক্ষ্য, প্রতি বছর অন্তত পাঁচ-ছ’জন ফুটবলার ইউনাইটেড কোচের হাতে তুলে দেওয়া। এবারও ট্রায়ালের মাধ্যমেই বেশিরভাগ ফুটবলারকে দলে দেওয়া হয়েছে। সীমিত শক্তির মধ্যেও গতবার ছেলেরা ভালো ফল করেছিল। এবার আরও উন্নতি করতে হবে।
সেরা পারফরম্যান্স: ২০১৬ সালে প্রিমিয়ার ‘বি’ চ্যাম্পিয়ন।
লক্ষ্য: লিগ টেবিলে ভালো জায়গায় শেষ করা। একইসঙ্গে বেশি করে বাঙালি ফুটবলার তুলে আনা।
চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকাই লক্ষ্য সুরুচির
প্রতিষ্ঠা: ১৯৫২ সাল।
ইতিহাস: কলকাতা ফুটবলে নবীন দলগুলির মধ্যে অন্যতম সুরুচি সংঘ। ২০২১ সালে আইএফএ’তে নাম নথিভুক্ত করে তারা। তৃতীয় ডিভিশন থেকে পথ চলা শুরু। এরপর উল্কার গতিতে উত্থান। ডিভিশনের গাঁট টপকে ২০২৩ সালে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ারে আত্মপ্রকাশ তাদের। ২০২৪-২৫ মরশুমে প্রথমবার বড় পর্যায়ে খেলতে নেমেই শেষ ছয়ে জায়গা করে নেয় তাঁরা। এবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য সুরুচির। চলতি মরশুমেও দলের দায়িত্ব রয়েছে কোচ রঞ্জন ভট্টাচার্যের কাঁধে।
উল্লেখযোগ্য ফুটবলার: বঙ্গ ফুটবলারদের গুরুত্ব দিয়েই দল গড়েছেন কর্তারা। রাজ্যের ২৫জন ফুটবলারকে স্কোয়াডে নিয়েছেন তারা। এরমধ্যে রয়েছেন বাবলু ওঁরাও, প্রকাশ সরকার, নবী হোসেন, জয় বাজ, তন্ময় ঘোষের মতো ময়দানে খেলা অভিজ্ঞ ফুটবলাররা। এছাড়াও বিজয় ওঁরাও, জিতেন সোরেনদের মত উঠতি প্রতিভাবানদের দিকে নজর রাখতে হবে।
কোচের মন্তব্য: বেশ শক্ত গ্রুপেই রয়েছে দল। কারণ, ইস্ট বেঙ্গল ও মোহন বাগানের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। হাড্ডাহাড্ডি লড়াই হবে। দলের বেশিরভাগ নতুন মুখ। সকলেই তাই সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে রয়েছে।
সেরা পারফরম্যান্স: ২০২৪ মরশুমে আবির্ভাবেই সাড়া ফেলে সুরুচি সংঘ। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে তারা।
লক্ষ্য: শেষ ছয়ে জায়গা পাকা করে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে চায় সুরুচি সংঘ।
related_post
অমৃত কথা
-
আগুন
- post_by বর্তমান
- জুলাই 9, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 11, 2025
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুলাই 10, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 10, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 10, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 10, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 10, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 10, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 10, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 10, 2025