মঙ্গলবার, 08 জুলাই 2025
Logo
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ক্ষমা চাইতে হবে না কমল হাসানকে

কন্নড় বিতর্কে স্বস্তি পেলেন অভিনেতা কমল হাসান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য অভিনেতাকে ক্ষমা চাইতে হবে না। 

ক্ষমা চাইতে হবে না কমল হাসানকে

নয়াদিল্লি: কন্নড় বিতর্কে স্বস্তি পেলেন অভিনেতা কমল হাসান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য অভিনেতাকে ক্ষমা চাইতে হবে না। আদালতের পর্যবেক্ষণ, ‘একটি মন্তব্যের কারণে সিনেমা বা স্ট্যান্ড-আপ কমেডি বন্ধ করা উচিত? আমরা এটা হতে দিতে পারি না।’ বরং কর্ণাটক সরকারকে একহাত নিয়েছে শীর্ষ আদালত। কোর্টের নির্দেশ— যারা সিনেমা মুক্তিতে বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাজ্যের কর্তব্য। সুরক্ষার জন্য রাজ্যের পরিকল্পনাও জানতে চায় আদালত। জবাবে সরকার জানিয়েছে, ছবিটি যদি এখন মুক্তি পায়, সেক্ষেত্রে সবরকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। রাজ্যের জবাবে খুশি কমল।

রাশিফল