মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

গরমের ছুটিতে নয়া ট্যুর প্যাকেজ আইআরসিটিসির

স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। গ্রীষ্মকালীন অবকাশে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে। পাহাড় থেকে সাগর— ভ্রমণপ্রিয় বাঙালির জন্য একগুচ্ছ আকর্ষণীয় ট্যুর প্যাকেজের ডালি নিয়ে হাজির রেল।

গরমের ছুটিতে নয়া ট্যুর প্যাকেজ আইআরসিটিসির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। গ্রীষ্মকালীন অবকাশে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে। পাহাড় থেকে সাগর— ভ্রমণপ্রিয় বাঙালির জন্য একগুচ্ছ আকর্ষণীয় ট্যুর প্যাকেজের ডালি নিয়ে হাজির রেল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি) প্রতি শুক্রবার ও শনিবার বিশেষ এই প্যাকেজের আয়োজন করছে। তার মধ্যে শনিবার করে নৈনিতাল, হরিদ্বার, চিল্কা, পুরীর যাত্রা হচ্ছে। অন্যদিকে রামমন্দির সহ বারাণসী ঘুরে দেখার যাত্রা শুরু হচ্ছে প্রতি শুক্রবার করে। একইভাবে বন্দে ভারত ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে দার্জিলিং, কালিম্পং সহ সিকিমের বহু দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ মিলবে এই প্যাকেজে। প্রতিটি যাত্রাতেই কনফার্ম টিকিট সহ বিমার বাড়তি সবিধা পাবেন যাত্রীরা। পাশাপাশি থাকার হোটেল, খাবারের ব্যবস্থা সহ যাবতীয় আয়োজনের দায়িত্বে থাকছে আইআরসিটিসি। এক্ষেত্রে বুকিংয়ের জন্য irctctourism.com কিংবা সংস্থার পূর্বাঞ্চলীয় অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।