বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

শিশুদের অটিজম আছে কি? জানতে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা রাজ্যের

কোনও শিশু অটিস্টিক কি না, জানতে এবার পরীক্ষা করা হবে হাসপাতালে। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুদের অটিজম আছে কি? জানতে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোনও শিশু অটিস্টিক কি না, জানতে এবার পরীক্ষা করা হবে হাসপাতালে। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজ্যজুড়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। তাতে ১০ হাজারের বেশি শিশুর অটিজমের শিকার হওয়ার আশঙ্কা সামনে আসে। এনিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতেই ওই শিশুদের হাসপাতালে পাঠিয়ে পরীক্ষা করানোর ব্যবস্থা করছে দপ্তর। অটিজম ধরা পড়লে পরবর্তী পর্যায়ে ওই শিশুদের চিকিৎসার ব্যবস্থাও করবে তারা। সবটাই হবে বিনা খরচে। জানা গিয়েছে, রাজ্যের ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৫৭ লক্ষের বেশি শিশুর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। এরা প্রত্যেকেই ১৮ মাস থেকে ছ’বছর পর্যন্ত বয়সের মধ্যে। বিশেষজ্ঞরা ২০টি প্রশ্ন তৈরি করে দিয়েছিলেন। তা নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে গিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রতিটি উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’তে দিতে হয়েছে অভিভাবকদের।
যারা চারের বেশি নম্বর পেয়েছে, তারা ‘সম্ভাব্য অটিস্টিক’-এর তালিকায় স্থান পেয়েছে। এভাবে রাজ্যে সাড়ে ১০ হাজারের বেশি শিশুকে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে তিন বছর বা তার বেশি বয়সের শিশুদের সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে। এদের হাসপাতালে পরীক্ষা বা স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে জেলায় জেলায়। তবে এই পরীক্ষার মাধ্যমে শিশুর আর কোনও শারীরিক সমস্যা থাকলে তাও  ধরা পড়বে বলে দাবি বিশেষজ্ঞদের।
চিকিৎসকরা বলছেন, কোনও বাচ্চার অটিজম ধরা পড়লে স্পিচ থেরাপি সহ নানা ধরনের চিকিৎসা রয়েছে। সেগুলি নিয়মিত করালে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে শিশুরা। এবার দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গতবার প্রায় ৫০ লক্ষ বাচ্চার মধ্যে ‘সম্ভাব্য অটিজম’-এর তালিকায় ছিল ৫,৯৪২ শিশুর নাম। কিন্তু পরে যখন তাদের শারীরিক পরীক্ষা করানো হয়, তখন ৮৬৯ জনের আটিজম নিশ্চিত হয়। এছাড়া অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল প্রায় ২২০০ জনের মধ্যে।