সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দু’দশক পর ধৃত স্ত্রী খুনে সাজাপ্রাপ্ত প্রাক্তন সেনাকর্মী

দু’দশক পালিয়ে থেকেও রেহাই মিলল না। অবশেষে ধরা পড়ে গেল স্ত্রীকে খুনে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধী। তার নাম অনিলকুমার তিওয়ারি (৫৮)।

দু’দশক পর ধৃত স্ত্রী খুনে সাজাপ্রাপ্ত প্রাক্তন সেনাকর্মী

নয়াদিল্লি: দু’দশক পালিয়ে থেকেও রেহাই মিলল না। অবশেষে ধরা পড়ে গেল স্ত্রীকে খুনে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধী। তার নাম অনিলকুমার তিওয়ারি (৫৮)। একটা সময় সেনাবাহিনীতে সে কর্মরত ছিল। ২০০৫ সালে তাকে দু’সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই সময় পুলিসের চোখে ফাঁকি দিয়ে গা ঢাকা দেয়। তারপর থেকে হন্যে হয়ে খুঁজছিল পুলিস। গত ১২ এপ্রিল মধ্যপ্রদেশে নিজের গ্রাম সিধি থেকে অনিলকে গ্রেপ্তার করে দিল্লি পুলিসের অপরাধদমন শাখা। 
পুলিস জানিয়েছে, ১৯৮৯ সালের মে মাসে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অনিল। সেনাবাহিনীতে অর্ডন্যান্স কর্পসে চালক হিসেবে কাজ করত সে। স্ত্রীকে খুনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০০৫ সালের নভেম্বরে প্যারোলে ছাড়া পেয়ে উধাও হয়ে গিয়েছিল সে। জানা গিয়েছে, পুলিসের নজর এড়াতে সে বারেবারেই মোবাইল নম্বর পাল্টাতো। ঘনঘন বাসস্থানও বদল করেছে সে। ধরা পড়ার আশঙ্কায় ডিজিটাল লেনদেনও এড়িয়ে চলত সে। এই পর্বে সে দ্বিতীয়বার বিয়েও করে নিয়েছিল। দ্বিতীয় পক্ষের এই সম্পর্কে তার চার সন্তান রয়েছে বলে পুলিস জানতে পেরেছে।