শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ক্লাসরুমের দেওয়ালে গোবরের প্রলেপ! বিতর্কে দিল্লির কলেজ প্রিন্সিপাল

 কলেজে ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দিচ্ছেন প্রিন্সিপাল। এই কাজে তাঁকে সহযোগিতা করছেন কয়েকজন কর্মচারী। দিল্লির লক্ষ্মীবাঈ কলেজের এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছেন প্রিন্সিপাল।

ক্লাসরুমের দেওয়ালে গোবরের প্রলেপ! বিতর্কে দিল্লির কলেজ প্রিন্সিপাল

নয়াদিল্লি: কলেজে ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দিচ্ছেন প্রিন্সিপাল। এই কাজে তাঁকে সহযোগিতা করছেন কয়েকজন কর্মচারী। দিল্লির লক্ষ্মীবাঈ কলেজের এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছেন প্রিন্সিপাল। বিতর্কের মুখে পড়ে তাঁর দাবি, অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে। তীব্র গরমে ঘর ঠান্ডা রাখতে দেশীয় পদ্ধতি ব্যবহার করে বিশেষ ধরনের গবেষণা চলছে। তারই অঙ্গ হিসেবে এই পদক্ষেপ। উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত অশোক বিহারের এই কলেজটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন। 
জানা গিয়েছে, কলেজের একটি ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দেওয়া হয়। কর্মচারীদের নিয়ে কাজে হাত লাগিয়েছিলেন স্বয়ং প্রিন্সিপাল প্রত্যুষ বৎসলাও। তারপর নিজেই সেই ভিডিও শিক্ষক-শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেন। সেখানে তিনি লেখেন, ‘শীঘ্রই নবরূপে সেজে উঠবে ক্লাসরুম।’ প্রিন্সিপালের কীর্তির ভিডিও প্রকাশ্যে আসতেই সরগরম সমাজমাধ্যম। এক ব্যক্তির প্রশ্ন, ‘প্রিন্সিপাল নিজে ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগাচ্ছেন। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ার ভবিষ্যৎ কি উজ্জ্বল?’ আর একজন কটাক্ষ করে লেখেন, ‘প্রিন্সিপাল প্রথমে কলেজের ভিতর একটি গোরুকে বেঁধে রাখেন। তারপর দেওয়ালে চুনকামের বদলের গোবর লেপে দেওয়া হয়। এখন শুধু গোমূত্র পানের বিষয়টি বাধ্যতামূলক করার অপেক্ষা। তাহলে দেশকে বিশ্বগুরু হওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না।’ প্রত্যুষ অবশ্য এসব সমালোচনা গায়ে মাখতে নারাজ। তাঁর কথায়, ‘সময়মতো গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। পুরোটা না জেনে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’