শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

পথ দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ দেড় লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা

ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম। দেশজুড়ে পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় নয়া প্রকল্পের সূচনা করল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে দুর্ঘটনার  দিন থেকে পরের সাতদিন নির্দিষ্ট হাসপাতালে আহতদের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। 

পথ দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ দেড় লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা

নয়াদিল্লি: ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম। দেশজুড়ে পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় নয়া প্রকল্পের সূচনা করল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে দুর্ঘটনার  দিন থেকে পরের সাতদিন নির্দিষ্ট হাসপাতালে আহতদের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। ৫ মে, সোমবার থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প। মোটরচালিত গাড়ি নিয়ে দেশের যে কোনও রাস্তায় যে কোনও শ্রেণির মানুষ দুর্ঘটনার কবলে পড়লেই এই প্রকল্পের সুবিধা মিলবে। 
পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস সুবিধা চালু না করায় ইতিমেধ্যেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল সরকার। প্রকল্পের বাস্তবায়নে কেন এত দেরি করা হচ্ছে? কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের কাছে তা জানতেও চেয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের তিরস্কারের মুখে পড়েই এবার তড়িঘড়ি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। 
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুলিস, হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো বিষয়টির দেখাশোনা করবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ)। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়নে মূল ভূমিকা নেবে স্টেট রোড সেফটি কাউন্সিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই স্কিমের অধীনে তলিকাভুক্ত নয় এমন কোনও হাসপাতালে কেউ ভর্তি হলে, শর্তসাপেক্ষে মিলবে ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা। একটি নির্দিষ্ট পোর্টালের মধ্য দিয়ে স্কিমের অধীনে থাকা হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ, আহতদের চিকিৎসার জন্য আবেদন জানানো সহ যাবতীয় কাজ সম্পন্ন হবে।