শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

‘ফুটপাতে সারি সারি দগ্ধ দেহ’

ফুটপাতে পড়ে সারি সারি দগ্ধ মৃতদেহ। দেহ বলাও ভুল হবে। কারও হাত নেই, কারও পা। কোথাও পড়ে শুধু মুণ্ডখানি। আগুনে ঝলসে কালো হয়ে যাওয়া সেই দেহ দেখে কাউকে চেনার উপায় নেই। এতটাই বীভৎস দৃশ্য, বেশিক্ষণ তাকিয়ে থাকাও যাচ্ছে না। 

‘ফুটপাতে সারি সারি দগ্ধ দেহ’

গৌরব যোশি, প্রত্যক্ষদর্শী, আমেদাবাদ: ফুটপাতে পড়ে সারি সারি দগ্ধ মৃতদেহ। দেহ বলাও ভুল হবে। কারও হাত নেই, কারও পা। কোথাও পড়ে শুধু মুণ্ডখানি। আগুনে ঝলসে কালো হয়ে যাওয়া সেই দেহ দেখে কাউকে চেনার উপায় নেই। এতটাই বীভৎস দৃশ্য, বেশিক্ষণ তাকিয়ে থাকাও যাচ্ছে না। ঠিক কী ঘটেছে সেটা প্রথমে বোঝা যায়নি বুঝতে পারিনি। দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম। হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দ! প্রথমে ভেবেছিলাম, ভূমিকম্প। কিন্তু পরে কালো ধোঁয়া দেখে আরও অনেকের সঙ্গে দৌড়ে গেলাম সিভিল হাসপাতালের দিকে। কাছে যাওয়ার আগেই চোখে পড়ল ফুটপাতে পড়ে থাকা দেহগুলি। অতুল্য হস্টেলের এক নম্বর বিল্ডিংয়ের কাছে যেতে দেখলাম, বিপদের আঁচ পেয়ে বহু মানুষ ঝাঁপ দিয়েছেন দোতলা-তিনতলা থেকে। ঝলসে যাওয়া দেহের পাশেই পড়েছে তাঁদের আতঙ্কিত দেহ। বাদ যায়নি রাস্তায় থাকা মানুষজনও। কেউ গাড়িতে, কেউ ফুটপাতে, কেউ স্রেফ দাঁড়িয়ে ছিলেন। আগুনের করাল গ্রাস ধ্বংস করেছে তাদের। পার্কিং-এ থাকা গাড়িগুলো পর্যন্ত জ্বলে খাক। 
শেষবার এত এত মৃতদেহ করোনাকালে দেখা গিয়েছিল। তাও টিভিতে বা ছবিতে। সাদা কাপড়ে ঢাকা সেইসব মৃতদেহ এত বীভৎস ছিল না। এক মহিলার মুণ্ড পড়ে ছিল রাস্তায়।  তাও তাতে চুল বলতে কিছু নেই। অনেকে ছবি তুলছিলেন। বিষয়টা এতটাই অস্বস্তির যে দুঃস্বপ্নেও ভাবা কঠিন।
শুনতে পেলাম, বিমানটি ধাক্কা মেরেছে ডাক্তারদের হস্টেলে। সেইসময় কয়েকজন দুপুরের খাবারের জন্য সেখানে ছিলেন। তাঁদের কেউ কেউ প্রাণে বাঁচতে জানলা দিয়ে ঝাঁপ দেন। পাশের আবাসনেও আগুন লাগে। সেখান থেকেও ঝাঁপিয়েছিলেন কয়েকজন। গোটা এলাকা এমনই ধোঁয়ায় ঢেকেছে যে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ছিল। তবে উদ্ধারে খামতি নেই। নিজেদের কথা ভুলে কোনওক্রমে মাস্ক পরে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে ছিলাম আমরাই। অনেকে সাদা কাপড় কাঁধে নিয়ে ছুটছেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ কোনওক্রমে চাদর-কাপড় জড়িয়ে তোলার চেষ্টা করছেন। তাতেও হয়তো মৃতদেহ থেকে খসে পড়ছে হাত কিংবা পা। এ দৃশ্য সারাজীবনেও ভুলতে পারব না। আগামী প্রতিটা রাতের দুঃস্বপ্নেও তা আমায় তাড়া করে বেড়াবে।

রাশিফল