বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

৭ শতাংশ পড়ে গেল বোয়িংয়ের শেয়ার দর

আমেদাবাদ বিমানবন্দরে ভেঙে পড়েছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের সবচেয়ে গর্বের ড্রিমলাইনার। এরজেরে মার্কিন শেয়ার বাজারে পড়ল বোয়িংয়ের শেয়ার দর। 

৭ শতাংশ পড়ে গেল বোয়িংয়ের শেয়ার দর

নয়াদিল্লি: আমেদাবাদ বিমানবন্দরে ভেঙে পড়েছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের সবচেয়ে গর্বের ড্রিমলাইনার। এরজেরে মার্কিন শেয়ার বাজারে পড়ল বোয়িংয়ের শেয়ার দর। প্রি-মার্কেট সেশনেই বোয়িংয়ের শেয়ার দর কমেছে ৭ শতাংশ। দিনের একটা সময় বোয়িংয়ের শেয়ার দর ২০০ ডলার হয়ে যায়। পরে প্রাথমিক ধাক্কা সামলে শেয়ার দর ধাতস্ত হয়। দিনের শেষে ২১৪ ডলারে স্থির হয় বোয়িংয়ের শেয়ার প্রতি দাম। শুধু তাই নয়, বিমান দুর্ঘটনার প্রভাব পড়েছে ভারতের অন্য বিমান সংস্থার শেয়ার দরেও। ইন্ডিগোর ৩ শতাংশ এবং স্পাইসজেটের শেয়ারের দাম ৩ শতাংশ পড়েছে। 
পাল্লা দিয়ে পড়েছে বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স। দিনের শেষে ৮২৩ অঙ্ক পড়ে ১ হাজার ৬৯১ পয়েন্টে স্থির হয় এই সূচক। পতনের হার ১ শতাংশ। পড়েছে জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটিও। ২৫৩ পয়েন্ট পড়ে ২৪ হাজার ৮৮৮ পয়েন্টে স্থির নিফটি।

রাশিফল