সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অ্যাওয়ে ম্যাচেও জয়ই লক্ষ্য বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম লেগে চার গোলে হারের পর একমাত্র প্রত্যাবর্তনের কাহিনি লেখে বার্সেলোনা। ২০১৬-১৭ মরশুমে সেবার প্যারিসে প্রথম লেগে চার গোল হজম করেছিলেন মেসি-সুয়ারেজরা।

অ্যাওয়ে ম্যাচেও জয়ই লক্ষ্য বার্সেলোনার

ডর্টমুন্ড: চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম লেগে চার গোলে হারের পর একমাত্র প্রত্যাবর্তনের কাহিনি লেখে বার্সেলোনা। ২০১৬-১৭ মরশুমে সেবার প্যারিসে প্রথম লেগে চার গোল হজম করেছিলেন মেসি-সুয়ারেজরা। তবে ঘরের মাঠে ৬-১ গোলে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় কাতালন ক্লাবটি। মঙ্গলবার সেই বার্সেলোনার বিরুদ্ধেই অসাধ্য সাধনের লক্ষ্যে মাঠে নামছে বরুসিয়া ডর্টমুন্ড। উল্লেখ্য, কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে সহজ জয় তুলে নেয় হান্স ফ্লিকের ছেলেরা। ফিরতি লেগেও ডর্টমুন্ডের মাটিতে সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য কাতালন ক্লাবটির।
জার্মান কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৪টি ম্যাচে অপরাজিত তারা। তার মধ্যে ২০টিতে জয় তুলে নিয়েছেন লিওয়ানডস্কিরা। শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে সহজেই বরুসিয়ার চ্যালেঞ্জ টপকেছিল বার্সা। দু’বার প্রতিপক্ষের জাল কাঁপান পোলিশ তারকা। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন রাফিনহা ও লামিনে ইয়ামাল। তাই মঙ্গলবার বার্সেলোনার দুরন্ত আক্রমণভাগকে শান্ত রাখাই বরুসিয়ার কাছে বড় চ্যালেঞ্জ। তবে গতবারের কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে আতলেতিকোর বিরুদ্ধে প্রথম লেগে হারের পরও ফিরতি পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বরুসিয়া। এবার আর এক স্প্যানিশ ক্লাবের বিরুদ্ধে তার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া আদেয়েমি-ব্রান্টরা।
প্রথম লেগে চার গোলে জয় পাওয়ায় অনেক বেশি চাপমুক্ত বার্সা। তবে অতীতে এমন পরিস্থিতিতে মুখ খুবড়ে পরার উদাহরণ রয়েছে অনেক। তা ২০১৮-১৯ মরশুমে লিভারপুলের বিরুদ্ধে হোক কিংবা পরেরবার এএস রোমা— দু’ক্ষেত্রেই তিন গোলের অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও ফিরতি লেগে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বার্সা। তাই অতীতের সেই হার থেকে শিক্ষা নিয়েই বরুসিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন লিওয়ানডস্কিরা।
দিনের অপর ম্যাচে পিএসজি’র বিরুদ্ধে লড়াইয়ে নামবে অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসের দলটি। ফিরতি লেগেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য লুই এনরিকে ব্রিগেডের। তবে চলতি চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক চমক দিয়েছে অ্যাস্টন ভিলা। দীর্ঘ চার দশক পর ইউরোপ সেরার লড়াইয়ে খেলতে নেমে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখকে পরাস্ত করে তারা। এরপর ৩৬ দলের লড়াইয়ে লিগ টেবিল অষ্টম স্থানে শেষ করে সরাসরি নক-আউটের টিকিট নিশ্চিত করে তারা। এমনকী, প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসে শুরুতেই লিড নিয়েছিল উনাই এমেরির ছেলেরা। তাই মঙ্গলবার ঘরের মাঠে পিএসজি’কে টেক্কা দিতে তৈরি তারা।