শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

‘ভারী শিল্পে দেশের প্রধান গন্তব্য বাংলা’, কেন্দ্রের রিপোর্ট উদ্ধৃত করে টুইট মুখ্যমন্ত্রীর

২০২১ সালে তৃতীয়বার সরকারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলাকে শিল্পে এক নম্বর করে তোলাই হচ্ছে তাঁর প্রধান লক্ষ্য।

‘ভারী শিল্পে দেশের প্রধান গন্তব্য বাংলা’, কেন্দ্রের রিপোর্ট উদ্ধৃত করে  টুইট মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে তৃতীয়বার সরকারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলাকে শিল্পে এক নম্বর করে তোলাই হচ্ছে তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই লক্ষ্যে তিনি যে সফল হয়েছেন, সে বিষয়ে সিলমোহর দিল নয়াদিল্লি। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের একটি রিপোর্টে বলা হয়েছে, বিনিয়োগে আগ্রহ দেখানোর ক্ষেত্রে দেশের অন্যতম হল বাংলা। 
সংশ্লিষ্ট রিপোর্টের কিছু অংশ উদ্ধৃত করে বুধবার এই সাফল্যের কথা টুইটে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, কেন্দ্রের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের রিপোর্ট অনুযায়ী, ভারী শিল্পে দেশের প্রধান গন্তব্য হল বাংলা। ২০২৪ সালে বিনিয়োগ আসার ক্ষেত্রে অধিকাংশ রাজ্যকে ছাপিয়ে দেশের প্রথম তিনটি স্থানের মধ্যে রয়েছে বাংলা। 
কিছুদিন আগেই ক্ষুদ্র শিল্প নিয়ে প্রকাশ্যে এসেছে কেন্দ্রের অপর একটি রিপোর্ট। দেশের সর্বাধিক মহিলা মালিকানাধীন ক্ষুদ্র শিল্প ইউনিট থেকে শুরু করে উৎপাদন ক্ষেত্রে সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টি। তাতে ক্ষুদ্র শিল্পের এই সমস্ত ক্ষেত্রে বাংলাই যে দেশের মধ্যে এক নম্বর, সে কথাই জানিয়েছিল নয়াদিল্লি। তার কয়েকদিনের মধ্যেই ভারী শিল্প নিয়ে বাংলাকে কেন্দ্রের এই স্বীকৃতি বিনিয়োগ টানার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। 
মুখ্যমন্ত্রী তাঁর টুইটে উল্লেখ করেছেন, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসেছিলেন রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ আম্বানি থেকে শুরু করে দেশের তাবড় শিল্পপতিরা। সেখানে মোট ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। 
উল্লেখ্য, আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরের জন্য প্রয়োজনীয় কেন্দ্রের ছাড়পত্র এসে গিয়েছে বলেও সূত্রের খবর। সেখানেও রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরার কথা রয়েছে তাঁর।