ভারত বিদ্বেষের ‘ইনাম’, সর্বোচ্চ সামরিক পদে আসিম মুনির
ভারতের অপারেশন সিন্দুরের পর জল্পনা ছড়িয়েছিল যে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অপসারণ করা হয়েছে! কোনও কোনও সূত্রে খবর মিলেছিল, তাঁকে নাকি আটক করা হয়েছে।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২১, ২০২৫
ইসলামাবাদ: ভারতের অপারেশন সিন্দুরের পর জল্পনা ছড়িয়েছিল যে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অপসারণ করা হয়েছে! কোনও কোনও সূত্রে খবর মিলেছিল, তাঁকে নাকি আটক করা হয়েছে। পরবর্তীতে অবশ্য জানা যায়, দু’টি খবরই ‘ভুয়ো’। আসলে বাস্তবচিত্র সম্পূর্ণ আলাদা। ভারত বিদ্বেষের জন্য সেনাপ্রধান মুনিরকে বরং ‘ইনাম’ দিয়েছে শাহবাজ শরিফ সরকার। এবার তাঁকে বসানো হল পাকিস্তানের ফিল্ড মার্শাল পদে। এটাই সে দেশের সর্বোচ্চ সামরিক পদ। মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা মুনিরকে ফিল্ড মার্শাল পদে বসানোর প্রস্তাবে সিলমোহর দিয়েছে। সূত্রের খবর, সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠকে মুনিরের পদোন্নতির বিষয়ে আলোচনা করা হয়। তারপর প্রধানমন্ত্রী দেখা করেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে। মঙ্গলবার বিবৃতি দিয়ে মুনিরের পদোন্নতির ঘোষণা করা হয়। এবার থেকে পাকিস্তানের যে কোনও রকম নিরাপত্তা সংক্রান্ত ইস্যু সামলাবেন তিনি। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগও বাড়বে তাঁর। উল্লেখ্য, এতদিন পাকিস্তানে ফিল্ড মার্শাল পদটি ফাঁকা ছিল। এর আগে ১৯৫৯ সালে জেনারেল মহম্মদ আয়ুব খান ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছিলেন। তিনি ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট।
পহেলগাঁও হামলার জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছিল। তার পাল্টা ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ চালায় পাকিস্তান। শাহবাজ প্রশাসন বারবার দাবি করেছে, মুনিরের নেতৃত্বে ভারতের হামলা প্রতিহত করা গিয়েছে। এই অসার দাবি জোরালো করতেই আসিমকে সর্বোচ্চ পদ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। আসিম প্রথম থেকেই শাহবাজের ঘনিষ্ঠ। রাজনৈতিক মহলের একাংশ মনে করে, ইমরান খানকে শায়েস্তা করার জন্যই তাঁকে সেনাপ্রধান পদে বসানো হয়েছিল। এবার তীব্র ভারত বিদ্বেষের পুরস্কারও তাঁকে দিল শাহবাজ সরকার। সম্প্রতি পাক সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দেয়। শীর্ষ আদালতের নির্দেশ, এবার থেকে সামরিক আদালতেও সাধারণ মানুষের যে কোনও মামলার শুনানি করা যাবে। এর ফলে সামরিক ক্ষমতার পাশাপাশি দেশের বিচার ব্যবস্থারও একচেটিয়া অধিকার পাবেন আসিম।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025