রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

আগরতলায় জলে ডুবে মৃত ৩ কিশোর

স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা। ত্রিপুরার আগরতলার  অরুন্ধতীনগর কৃষি গবেষণা কেন্দ্রের পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। 

আগরতলায় জলে ডুবে মৃত ৩ কিশোর

বিশেষ সংবাদদাতা, আগরতলা: স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা। ত্রিপুরার আগরতলার  অরুন্ধতীনগর কৃষি গবেষণা কেন্দ্রের পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। কিন্তু সেখান থেকে আর ঘরে ফেরা হল না। জলে ডুবে মৃত্যু হল ওই তিন বন্ধুর। নিহতদের নাম ববি শুক্লা দাস (১৭), শুভম দেব (১৭) এবং শুভজিৎ দে (১৫)। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্নান করতে পুকুরে নেমেছিল বাধারঘাট মাতৃপল্লীর ওই তিন কিশোর। হঠাৎ তাদের মধ্যে একজন জলে তলিয়ে যায়। বন্ধুর চিৎকার শুনে বাঁচাতে গিয়ে একই পরিণতি হয় বাকি দুজনেরও। তিনজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

রাশিফল