খেলা

বিশ্বখেতাবের স্বপ্ন জাগালেন গুকেশ

সিঙ্গাপুর: ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডোম্মারাজু গুকেশের চালে মাত ডিং লিরেন। রবিবার ১১তম গেমে গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে খেতাবের স্বপ্ন জাগালেন ১৮ বছরের ভারতীয় তরুণ। ১৪ গেমের লড়াইয়ে প্রথমবার লিড পেলেন গুকেশ। রবিবারের পর ৬-৫ পয়েন্টে এগিয়ে তিনি। বাকি তিনটি গেম ড্র করলেই বিশ্বনাথন আনন্দের পর দাবায় আরও এক বিশ্বচ্যাম্পিয়ন পাবে ভারত।
ডিং লিরেনের বিরুদ্ধে প্রথম গেমেই হেরে গিয়েছিলেন গুকেশ। তবে তৃতীয় গেমে সমতা ফেরান তিনি। তারপর টানা সাতটি গেম ড্র। দশম গেমের পরও দু’জনের পয়েন্ট ছিল সমান। তবে রবিবার গুকেশের মাস্টারস্ট্রোকে বশ মানতে হল চীনের দাবাড়ুকে। সাদা ঘুঁটিতে খেলে ২৯ চালেই জয় তুলে নেন আনন্দের শিষ্য। আসলে প্রথম ১০ চালেই অনেকটা সময় ব্যয় করে ফেলেন লিরেন। ফলে মিডল গেমে টাইম প্রেসারে পড়ে যান তিনি। আর তাতেই ২৮তম চালে মারাত্মক ভুল করে বসেন। সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি গুকেশের। চেন্নাইয়ের তরুণ তুর্কির পরের চালেই আত্মসমর্পনে বাধ্য হন প্রতিপক্ষ। হতাশায় দ্রুত চেয়ার ছেড়ে বেরিয়ে যান গতবারের বিশ্বসেরা। ‘গুকেশ, গুকেশ’ স্লোগানে মুখরিত হয় সিঙ্গাপুরের অডিটোরিয়াম। গান গেয়ে, কোমর দুলিয়ে জয় সেলিব্রেট করেন অনুরাগীরা। এই প্রসঙ্গে গুকেশ বলেন, ‘ভারতীয় সমর্থকরা বিশ্বের সেরা। গত কয়েকটি গেমেই জেতার কাছিকাছি এসেছিলাম। এদিন সাফল্য পেয়ে ভালো লাগছে। তবে কাজ এখনও শেষ হয়নি।’ সোমবার ১২তম গেমে মুখোমুখি হবেন দুই ফাইনালিস্ট।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা