খেলা

বাংলাদেশের কাছে স্বপ্নভঙ্গ ভারতের

দুবাই: ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভরাডুবি ভারতের। রবিবার দুবাইয়ে টিম ইন্ডিয়াকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার খেতাব জিতল তারা। টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.১ ওভারে ১৯৮ রানে আটকে যায়। মনে হচ্ছিল, সহজেই জিতবেন বৈভব, আমনরা। কিন্তু ৩৫.২ ওভারে ১৩৯ রানেই অল-আউট ভারত।
গণঅভ্যুত্থানের পর পদ্মা পাড়ের দেশে প্রকট হয়েছে ভারত বিদ্বেষী মনোভাব। তার জেরে দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এমন পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ফাইনাল নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। এদিন খেলা চলাকালীনও দুই দলের ক্রিকেটাররা একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন। তবে শেষ হাসি হাসল বাংলাদেশ। জয়ের জন্য ১৯৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ফর্মে থাকা ওপেনার আয়ূষ মাথরেকে ১ রানে ডাগ আউটে ফেরত পাঠান আল ফাওয়াদ। ভারতের ১৩ বছর বয়সি বিষ্ময়বালক বৈভব সূর্যবংশীও এদিন দাগ কাটতে ব্যর্থ। আইপিএলের নিলামে কোটি টাকার বেশি দরে বিক্রি হওয়া বাঁহাতি ব্যাটারের সংগ্রহ ৯। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন দুই ওপেনার। তাই আয়ূষ ও বৈভব দ্রুত আউট হওয়ায় বাংলাদেশের পেসাররা বাড়তি অক্সিজেন পেয়ে যান। চাপের মুখে ক্যাপ্টেন মহম্মদ আমন (২৬), কার্তিকেয়া (২১), হার্দিকরা (২৪) কিছুটা চেষ্টা চালালেও মেগা ফাইনালে হার এড়ানো সম্ভব হয়নি। এই ভরাডুবির পর স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রতিযোগিতার সফলতম দল ভারত (আটবারের চ্যাম্পিয়ন)। অথচ তারাই গ্রুপ পর্বে পাকিস্তানের পর ফাইনালে বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়ল।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুতে ধাক্কা খেয়েছিল। ওপেনার কালাম সিদ্দিকি ১ রানে আউট হন। সেই ধাক্কা সামলে দলকে ভদ্রস্ত জায়গায় নিয়ে যান মহম্মদ সিহাব জেমস (৪০), রিজওয়ান হোসেনরা (৪৭)। তবে আলাদা করে প্রশংসা করতে হবে বাংলাদেশের বোলারদের। তাদের দাপটেই ধরাশায়ী ভারত। 
তিন উইকেট নিয়ে ফাইনালের সেরা ইকবাল হোসেইন ইমন। মোট ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরও সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা