বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

লড়াকু ফুটবলই ভরসা মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁ প্রান্ত থেকে উড়ে আসা লিস্টনের সেন্টারে মাথা ছোঁয়াতে গিয়েও থমকে গেলেন জেমি ম্যাকলারেন। তাঁকে রোখার দায়িত্বে থাকা দীপ্যেন্দু বিশ্বাস তাই অবাক। আর সেই ফাঁকে পিছন থেকে হেড দিতে তৈরি বুদ্ধিদীপ্ত গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু তার আগেই বাজপাখির মতো ছোঁ মেরে হেডে বল ক্লিয়ার টম আলড্রেডের। স্কটিশ মিডিও বুঝে ওঠার আগেই মাঠের বাইরে গুটিকয়েক সমর্থকদের হতাশা নজর এড়াল না কোচ হোসে মোলিনার। মুচকি হেসে রক্ষণের ফুটবলারদের বাহবা দিয়ে উৎসাহিত করলেন তিনি। শনিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত মহড়াতেই স্পষ্ট, রবিবার গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স মেলে ধরতে তৈরি মোহন বাগান। যে কোনও মূল্যে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চান মনবীর-লিস্টনরা। আর কোচ মোলিনা জানেন, রক্ষণ অটুট রাখতে পারলে বিপক্ষের জাল কাঁপানোর আত্মবিশ্বাস পাবেন ম্যাকলারেনরা। 
গোলের ছন্দে থাকা আলেদাইনের বিরুদ্ধে রবিবার অগ্নিপরীক্ষা মোহন বাগান রক্ষণের। কারণ, কার্ড সমস্যায় নেই শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ। তাঁদের অভাব ঢাকার দায়িত্ব দীপ্যেন্দু বিশ্বাস ও আশিক কুরুনিয়ানের উপর। শুধু মরক্কান উইঙ্গারই নন, ডান প্রান্তে জিতিনও গতির ঝড়ে প্রতিপক্ষকে তছনছ করতে ওস্তাদ। তাই নর্থইস্টের উইং-প্লে রোখার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে লিস্টন ও মনবীরকে। আক্রমণের পাশাপাশি ট্র্যাক ব্যাক করে রক্ষণে সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে হবে তাঁদের। বাঁ প্রান্তে বল ধরে আলেদাইন মাঝেমধ্যেই ইনসাইড কাট করেন। তাঁর সেই মুভমেন্টে দাড়ি টানার দায়িত্ব দেওয়া হয়েছে আপুইয়াকে। পাশাপাশি তৈরি দীপক টাংরিও। কারণ, তিনটি হলুদ কার্ড দেখে রয়েছেন আপুইয়া। দীপক ব্লকারের পাশাপাশি ডিফেন্সেও খেলতে পারেন। সেক্ষেত্রে তরুণ ডিফেন্ডার দীপ্যেন্দু নড়বড় করলে সেই জায়গাও ভরাট করতে পারেন তিনি। বদলানো হয়েছে টম আলড্রেডের পজিশনও। সাধারণত সেন্ট্রাল ডিফেন্সের বাঁ দিকে খেলেন তিনি। কিন্তু নর্থইস্টের বিরুদ্ধে তাঁকে দেখা যেতে পারে ডান দিকে। কারণ সেদিক দিয়েই আক্রমণ শানান আলেদাইন। কলকাতা ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে মোলিনার মন্তব্য, ‘নর্থইস্ট ছন্দে রয়েছে। তবে হাল ছাড়বে না মোহন বাগান। দলে একাধিক বিকল্প রয়েছে। সকলেই সেরাটা উজাড় করতে তৈরি। ফুটবলারদের বলেছি, ভালো খেলে ম্যাচ জিততে হবে।’
অন্যদিকে, ঘরের মাঠে পয়েন্ট কাড়তে তাল ঠুকছে বেনালি ব্রিগেড। তবে মহম্মদ আলিকে কার্ড সমস্যায় এই ম্যাচে পাবে না নর্থইস্ট। মরক্কান মিডিও দলের ব্যান্ডমাস্টার। তাঁর অভাব ঢাকার চ্যালেঞ্জ থাকবে বেনালির উপর।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।        
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা