খেলা

আলেদাইনকে রোখার ছক তৈরি মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘খেলব, লড়ব, জিতব।’ রবিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে মোহন বাগান ড্রেসিং-রুমে এখন এটাই রিংটোন। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ। তবে তা নিয়ে অযথা মাথা ঘামাতে নারাজ কোচ হোসে মোলিনা। বরং অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। প্রথম লেগের শেষ ল্যাপে দাঁড়িয়ে আইএসএল। ডিসেম্বর মাস প্রতিটি দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। মোহন বাগান আর বেঙ্গালুরুর পাশাপাশি লড়াইয়ে রয়েছে গোয়া, ওড়িশা। এমন পরিস্থিতিতে শীর্ষস্থান ধরে রাখতে হলে তিন পয়েন্ট ছাড়া রাস্তা নেই মোহন বাগানের। তাই শুক্রবার সাংবাদিক সম্মেলনে ফিল্মি কায়দায় আশিক কুরুনিয়ান জানালেন, ‘জব তক হ্যায় জান, তব তক লড়েঙ্গে।’ আসলে দলে প্রথম একাদশে ঢোকার তুমুল লড়াই রয়েছে। তাই যে কোনও পজিশনে সেরাটা উজাড় করে দিতে তৈরি তিনি। উল্লেখ্য, রবিবার শুভাশিসের অনুপস্থিতিতে লেফট উইং ব্যাকে এই কেরালাইট উইঙ্গারকে ব্যবহার করতে পারেন মোলিনা। 
চলতি মরশুমে ইতিমধ্যেই দু’বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আইএসএলের প্রথম লেগে তার মধুর প্রতিশোধ নেন জেসন কামিংসরা। চোটের কারণে সেই ম্যাচে ছিলেন না রডরিগেজ। তবু ৩-২ গোলে জিতে যুবভারতী ছেড়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আলেদাইন গোল পেলে তখনও খোলস ছেড়ে বের হননি। এই মুহূর্তে ১১টি লক্ষ্যভেদে শীর্ষ গোলদাতার দৌড়ে পয়লা নম্বরে মরক্কান উইঙ্গার। তবে তাঁকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোচ মোলিনা। তাঁর সাফ মন্তব্য, ‘শুধু আলেদাইনের বিরুদ্ধে জিতলেই হবে না। আমাদের হারাতে হবে নর্থইস্ট ইউনাইটেডকে। ওর দিকে বেশি নজর দিয়ে গিয়ে অন্য কেউ গোল করে গেলে মুশকিল।’ তবে মুখে যাই বলুন না কেন, মরক্কান উইঙ্গারকে রুখতে সব রকমের প্রস্তুতি সেরে রেখেছেন স্প্যানিশ কোচ। আলেদাইনকে নিস্ক্রিয় করার  দায়িত্ব আপুইয়ার।
শুক্রবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন টম আলড্রেড। আলবার্তো না থাকায় আক্রমণে তিন বিদেশিকে ব্যবহার করার সুবিধা রয়েছে মোলিনার হাতে। সেক্ষেত্রে অজি ত্রিফলা ম্যাকলারেন, কামিংস ও পেত্রাতোসকে শুরু থেকে দেখা গেল অবাক হওয়ার কিছু থাকবে না। এদিনের অনুশীলনে ঘুরিয়ে ফিরিয়ে সব কম্বিনেশনই ঝালিয়ে রাখলেন স্প্যানিশ বস। শনিবার সকালে কলকাতায় প্রস্তুতি সেরে গুয়াহাটি উড়ে যাবে মোহন বাগান।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা