খেলা

আজ রক্ষণ নিয়ে চিন্তায় ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্কার ব্রুজোঁর আশঙ্কাই সত্যি হল। চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে হেক্টর ইউস্তেকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল। দীর্ঘদিন ধরেই কুঁচকির চোটে ভুগেছেন স্প্যানিশ ডিফেন্ডার। টানা ম্যাচ খেলার ধকল নেওয়া মুশকিল। বৃহস্পতিবার তাঁর এমআরআই হয়। শুক্রবার সকালে  দলের সঙ্গে হাল্কা অনুশীলন করেন হেক্টর। বডি ল্যাঙ্গুয়েজে জড়তা স্পষ্ট। জোর করে নামাতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। বরং বিশ্রাম দিয়ে তাঁকে চাঙ্গা করতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। হেক্টরকে ছাড়াই দুপুরের ফ্লাইটে চেন্নাই পৌঁছয় ইস্ট বেঙ্গল। স্প্যানিশ স্টপারের বদলে হিজাজি মাহেরের খেলার সম্ভাবনা রয়েছে। জর্ডনের ডিফেন্ডার মাঝেমধ্যেই মারাত্মক ভুল করে বসেন। চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করবে। হিজাজি কি পারবেন নির্ভরতা দিতে? রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
কয়েকদিন আগেই যুবভারতীতে মোহন বাগানের মুখোমুখি হয় চেন্নাইয়ান। আওয়েন কোয়েলের দলকে মাপতে স্টেডিয়ামে হাজির ছিলেন অস্কার। বিপক্ষের টাফ ফুটবল তাঁর নজর এড়ায়নি। বিশেষ করে এলসিনহো আর এডওয়ার্ড কড়া ট্যাকলার। পাশাপাশি উইলিয়াম জর্ডন, নামতে, কিয়ান নাসিরি, গুরকিরাত সিংরা চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। কোয়েলের সঙ্গে ট্যাকটিক্যাল যুদ্ধে জেতা বেশ কঠিন। ক্লেটনদের কোচ অবশ্য চাপ নিতে নারাজ। অ্যাওয়ে ম্যাচে গুটিয়ে থাকা মানে বিপক্ষকে ঘাড়ে চাপার সুযোগ দেওয়া। ডাকাবুকো ব্রুজোঁ তেমন বান্দা নন। ইট ছুড়লে পাটকেলের নীতিতে বিশ্বাসী তিনি। শেষ দু’দিনের অনুশীলনে ইঙ্গিত ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাবেন অস্কার। কার্ড সমস্যায় লালচুংনুঙ্গা নেই। তাই চার ডিফেন্ডার রাকিপ, আনোয়ার, হিজাজি ও লাকরা। রক্ষণের ঠিক উপরে বল স্ন্যাচের দায়িত্বে শৌভিক বা জিকসন। এর সঙ্গে বক্স টু বক্স মিডিও সাউল ক্রেসপো। দুই উইংয়ে বিষ্ণু আর নন্দকুমারের খেলার প্রবল সম্ভাবনা। প্ল্যান বি হিসেবে মহেশ সিংকে বাঁদিকে ব্যবহার করে বিষ্ণুকে রাইট উইং খেলাতে পারেন অস্কার। এছাড়া উইথড্রন স্ট্রাইকার তালালদের সামনে থাকবেন দিয়ামানতাকোস। লক্ষ্যভেদের ক্ষেত্রে তালাল আর দিমির কম্বিনেশন ইস্ট বেঙ্গলের বড় ভরসা। পাশাপাশি হিজাজি ফ্লপ করলে আনোয়ারের পাশে জিকসনকে খেলানোর ভাবনাও রয়েছে। গোল হজম করলে দিয়ামানতাকোসের সঙ্গে ক্লেটনকে জুড়ে দিয়ে অল-আউট আক্রমণের পরিকল্পনা তৈরি। ম্যাচের আগে অস্কার ব্রুজোঁর মন্তব্য, ‘ফিরে তাকানোর জায়গা নেই। পয়েন্ট কুড়িয়ে নেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’ ক্লেটন, সাউল, হিজাজির তিনটি করে হলুদ কার্ডও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চেন্নাইতে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। ডিসেম্বরেও বেশ গরম। অন্তত একটা প্র্যাকটিস সেশন করলে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন লাল-হলুদ ফুটবলাররা। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৩ নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল। অন্যদিকে দু’টি ম্যাচ বেশি খেলে চেন্নাইয়ানের সংগ্রহ ১২ পয়েন্ট।
চেন্নাইতে খেলা শুরু বিকেল ৫ টায়। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।  
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা